TRENDING:

Anti Aging Tips: সাবধান! এই ৭ খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার বয়স! কমছে আয়ু...জেনে নিন কেন

Last Updated:
Anti Aging Tips: দৈনন্দিন জীবনে এমন কিছু খাবার আমরা খেয়ে ফেলি রোজ, যাতে দ্রুত বয়সের ছাপ পড়তে থাকে চেহারায়। কোন ৭ খাবার মূলত আপনার বয়স বাড়াচ্ছে?
advertisement
1/13
সাবধান! এই ৭ খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার বয়স! কমছে আয়ু... এড়িয়ে চলবেন কোনগুলো?
সময় যত যায়, বয়সের ছাপ পড়ে চেহারায়। প্রকৃতির এই নিয়ম কেউ বদলাতে পারে না।
advertisement
2/13
বয়স বৃদ্ধির সঙ্গে মুখে বার্ধক্যের লক্ষণ জোরাল হতে শুরু করে। তবে অনেক ক্ষেত্রে কম বয়সের ত্বকেও বার্ধক্য দেখা দেয়। সেই ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে ত্বকে বার্ধক্য দেখা দেওয়ার।
advertisement
3/13
অনেকেই যৌবন ধরে রাখতে চান বেশিদিন। তবে বাধ সাধে খাদ্যাভ্যাস।
advertisement
4/13
জীবনধারায় এমন কিছু খাবার আমরা খেয়ে ফেলি রোজ, যাতে দ্রুত বয়সের ছাপ পড়তে থাকে চেহারায়।
advertisement
5/13
চিকিৎসক Karina Tolentino, RD জানাচ্ছেন কোন ৭ খাবার অতিরিক্ত খেলে বয়সের ছাপ পড়তে পারে দ্রুত।
advertisement
6/13
কফিপ্রেমী আছেন অনেকেই। তবে জানেন কি, অতিরিক্ত ক্যাফেইন শরীরকে ডিহাইড্রেটেড করে দেয়। এতে ত্বকের বলিরেখা বাড়ে।
advertisement
7/13
বেক করা খাবার বেশি খাওয়া ঠিক নয়। রোগের ঝুঁকি বাড়ায় এই ধরনের খাবার।
advertisement
8/13
ডুবো তেলে ভাজা খাবার দ্রুত ত্বক বুড়িয়ে দিতে পারে। বয়সের ছাপ পড়ে যায়।
advertisement
9/13
প্রক্রিয়াজাত মাংস– ফ্রোজেন সসেজ, সালামি, হ্যাম বা নাগেটস-এর মত খাবার যত পারবেন এড়িয়ে চলুন। সসেজের মতো প্রক্রিয়াজাত মাংস কেবল বয়স বাড়ায় না, নানা ধরনের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
advertisement
10/13
অতিরিক্ত নুন খাবেন না। চেহারায় আসতে পারে ফোলা ভাব।
advertisement
11/13
চিনিও অতিরিক্ত খেলে বার্ধক্যের ছাপ আসবে দ্রুত।
advertisement
12/13
অতিরিক্ত মশলাদার খাবারও ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে।
advertisement
13/13
অতিরিক্ত সোডাযুক্ত পানীয়, নরম পানীয় বা সফট ড্রিংক লিভারের অসুখ ডেকে আনে। বেশি বেশি সোডা আর এনার্জি ড্রিংক পান করলেও কোষের বয়স বাড়বে। ওজন বাড়ার ঝুঁকিও থেকে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Anti Aging Tips: সাবধান! এই ৭ খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার বয়স! কমছে আয়ু...জেনে নিন কেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল