Healthy Lifestyle : তেজি ঘোড়ার মতো টগবগে যৌন জীবন চান? প্রিয় মানুষের সঙ্গে চোখ বেঁধে চলুক এই ৫ খেলা
- Published by:Aryama Das
Last Updated:
Healthy Lifestyle : যৌন মিলনের পর আগে বিছানায় ঝড় তুলতে মানতে পারেন এই উপায়...
advertisement
1/7

যৌনতা নিয়ে আজও আমাদের দেশে অনেক রাখঢাক রয়েছে! মানুষ ভুগবেন, অথচ মুখ খুলবেন না! মাথায় রাখবেন, যৌন সমস্যা আর পাঁচটা শারীরিক সমস্যার মতোই স্বাভাবিক! যৌনতা স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি! ভাল থাকার অন্যতম চাবিকাঠি সুস্থ যৌনতা! বিশেষজ্ঞরা বলছেন, যৌনজীবন উত্তেজক করে তুলতে যৌন মিলনের পর আগে বিছানায় ঝড় তুলতে মানতে পারেন এই পথগুলো...
advertisement
2/7
আপনার যৌন জীবনে কিছু মশলা এবং উত্তেজনা আনা অন্য যে কোনও কিছুর মতোই গুরুত্বপূর্ণ। চোখ বাঁধা একটি আকর্ষণীয় উপায় হতে পারে।
advertisement
3/7
আপনার চোখ বেঁধে থাকা সঙ্গীকে আনন্দিত করে তুলবে। একটি আইস কিউব নিন এবং ধীরে ধীরে তাঁর শরীরে দিন এবং শীতল করুন তাঁকে। (প্রতীকী ছবি সৌজন্যে : পোস্টোআস্ট, গুগল)
advertisement
4/7
চোখ বেঁধে মনের কথা শেয়ার করুন। প্রেমে আসে গভীরতা।
advertisement
5/7
আপনার সঙ্গীর কব্জিতে কাপড়ের টুকরোটি বেঁধে রাখুন। তবে যৌনতার সময় বেঁধে রাখার ধারণাটি সত্যিই পছন্দ করেন অনেকে।
advertisement
6/7
যখন আপনার চোখ বন্ধ থাকে, তখন আপনার কানকে সব কামুক কথা শুনতে দিন। বিশেষ করে যখন আপনার চোখ বন্ধ থাকে তখন বিষয়টা কার্যকরী হয় ভাল।
advertisement
7/7
ঘরে থাকুক সুগন্ধি। সুগন্ধিগুলি আপনাকে শান্ত করে এবং আপনার চোখ বাঁধা অবস্থায় আপনার সঙ্গী যখন আপনাকে স্পর্শ করে তখন আপনাকে উত্তেজিত করে তোলে। (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle : তেজি ঘোড়ার মতো টগবগে যৌন জীবন চান? প্রিয় মানুষের সঙ্গে চোখ বেঁধে চলুক এই ৫ খেলা