TRENDING:

Air Cooler: ঘর কিছুতেই ঠান্ডা হচ্ছে না, ঝট করে নিজেই বাড়িয়ে নিন কুলারের স্পিড

Last Updated:
Air Cooler: এয়ার কুলারের হাওয়ায় উঠবে তুফান
advertisement
1/6
Air Cooler:  ঘর কিছুতেই ঠান্ডা হচ্ছে না, ঝট করে নিজেই বাড়িয়ে নিন কুলারের
কলকাতা: গরমে হয়ে যাচ্ছেন নাজেহাল৷ কী করলে একটু স্বস্তি পাবেন, একটু বেশি হাওয়া ঘরের ঠিক কোনখানে সেই সব খুঁজছেন?  নিজের ঘরের কোন দিকটায় বসলে বা শুলে একটু বেশি হাওয়া আসে সেটা খুজছেন? কিন্তু জানেন না বোধহয় খুব সহজেই কোনও ইলেকট্রিশিয়ান ছাড়াই আপনি আপনার এয়ার কুলারের স্পিড বাড়িয়ে নিতে পারেন৷ নিজেই ঠিক করে নিন আপনার এসি৷
advertisement
2/6
কুলার যখন চল তখন জল এবং ধুলোর মিশ্রণ এয়ার কুলারের গায়ে পরতের মতো লেগে যায়৷ এরফলে ফ্যানের স্পিড অনেকটাই স্লো হয়ে যায়৷ এই অবস্থায় বেকিং সোডা এবং ভিনিগার জল মিশিয়ে এসি-র কিনারার ধুলো ময়লা পরিষ্কার করে নিন৷   বেকিং সোডা ও ভিনিগার জলের এই মিশ্রণ একটি কাপড়ে লাগিয়ে ঘষে ঘষে এসি -র বা এয়ার কুলারের ব্লেড পরিষ্কার করে নিন৷
advertisement
3/6
এই অবস্থায় বেকিং সোডা এবং ভিনিগার জল মিশিয়ে এসি-র কিনারার ধুলো ময়লা পরিষ্কার করে নিন৷   বেকিং সোডা ও ভিনিগার জলের এই মিশ্রণ একটি কাপড়ে লাগিয়ে ঘষে ঘষে এসি -র বা এয়ার কুলারের ব্লেড পরিষ্কার করে নিন৷
advertisement
4/6
যদি আপনার কুলার লোহার বিড দেওয়া হয় তাহলে ফ্যানের স্পিড কম হলে তার কারণ হতে পারে তার কন্ডেনসর৷ এটা বারবার জল পড়ার কারণে খারাপ হয়ে যায়৷ এর ফলে ফ্যানের স্পিড স্লো হয়ে যায়৷ এরফলে কুলার কন্ডেনসর চেক করুন এবং সাফাই করে ফেলুন৷
advertisement
5/6
 যদি আপনার কুলারের স্পিড স্লো হয়ে গেছে তাহলে এতে আপনি ফ্যানের মোটরে যে ক্যাপাসিটর থাকে তা বদলে ফেলতে পারেন৷ বাজারে এখন এর দাম এখন ১০০ টাকার থেকেও কম৷ তবে এটা বদলাতে আপনাকে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সাহায্য নিতে হবে৷
advertisement
6/6
এছাড়া কুলারের পিছনে লেগে থাকা প্যাড এবং সামনে লেগে থাকা ব্লেড নিয়মিত পরিষ্কার রাখতে হবে৷ কুলার বেশি চললে প্যাডে ধুলো ভরে যায়৷ ফলে পাখা পিছন থেকে হাওয়া টানতে পারেন না৷ এটা পরিষ্কার করলে হাওয়া একেবারে দারুণ বইতে থাকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Air Cooler: ঘর কিছুতেই ঠান্ডা হচ্ছে না, ঝট করে নিজেই বাড়িয়ে নিন কুলারের স্পিড
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল