Tea In Pressure Cooker: প্রেশার কুকারে চা বানালেন মহিলা, নিমেষে ভাইরাল...আপনি নিজেও ট্রাই করতে পারেন, রইল পদ্ধতি
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সম্প্রতি এক মহিলা তাঁর অভিনব চা বানানোর কৌশল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যা নিমেষে ভাইরাল হয়েছে! মহিলা প্রেশার কুকারে চা তৈরি করেছেন।
advertisement
1/6

সবার চা বানানোর স্টাইল আলাদা আলাদা! কেউ কড়া চা পছন্দ করেন, কেউ বা হালকা লিকার, কারও বা পছন্দ দুধ চা! সম্প্রতি এক মহিলা তাঁর অভিনব চা বানানোর কৌশল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যা নিমেষে ভাইরাল হয়েছে! মহিলা প্রেশার কুকারে চা তৈরি করেছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
2/6
‘mealsandmilestones’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মহিলা প্রথমে একটি প্রেশার কুকারে দুই কাপ জল নিলেন। এর পর তাতে দুই কাপ দুধ, চা পাতা এবং চিনি যোগ করলেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/6
এর পর মহিলা চায়ে আদা ও এলাচ যোগ করেন। ঢাকনা বন্ধ করে দুইটি সিটি দেওয়া পর্যন্ত রান্না হতে দেন। এতেই তৈরি হয়ে যায় চা! (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/6
ক্যাপশনে লেখা ছিল, “প্রেসার কুকারে চা বানানোর কোনও পরিকল্পনা আমার ছিল না—আমি শুধু একজন মা, যার খুব তাড়াতাড়ি চা দরকার ছিল। দুধ। চা পাতা। চিনি। আদা। এলাচ। ঢাকনা বন্ধ। ২টা সিটি। শেষ। ৪ মিনিটেরও কম সময়ে তৈরি একেবারে ঝাঁঝাল স্বাদের চা, আর সত্যি বলতে কী—স্বাদটা ছিল দারুণ! মাতৃত্ব একটা জিনিস খুব পরিষ্কারভাবে শেখায়— যদি সময় বাঁচে আর স্বাদও অসাধারণ হয়, সেটাই WIN! এই পদ্ধতিটা ট্রাই করুন, বিশৃঙ্খল সকাল, ক্লান্ত বিকেল বা ‘এখনই চা চাই’ মুহূর্তে! আর আপনার সেই চা-পাগল বন্ধুটির সঙ্গে শেয়ার করুন, যে নিশ্চিতভাবেই এটা ট্রাই করবে'' Image Generated By AI
advertisement
5/6
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই, চোখের পলকে ভাইরাল হয়! প্রেশার কুকারে চা বানানো নিয়ে নানা মুনির নানা মত ছিল! কেউ এর তারিফ করেন, কেউ বা নিজে ট্রাই করার কথা জানান, কেউ বা এই পদ্ধতিটির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন! Image Generated By AI
advertisement
6/6
আপনি নিজেও হয়তো প্রেশার কুকারে চা বানানো ট্রাই করতে চান, অথবা প্রচলিত পদ্ধতিতেই চা বানাতে চান... আপনার পছন্দ যাই হোক না কেন, প্রেশার কুকারে চা বানানোর এই পদ্ধতিটি কিন্তু ভাইরাল Image Generated By AI
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tea In Pressure Cooker: প্রেশার কুকারে চা বানালেন মহিলা, নিমেষে ভাইরাল...আপনি নিজেও ট্রাই করতে পারেন, রইল পদ্ধতি