Talnabami Vrat: আজ তালনবমী ব্রত! এই তিথিতে পুণ্য লাভের জন্য কী করবেন? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Talnabami Vrat: তালের সঙ্গে ন’রকম ফল নিবেদন করা হয় আরাধ্য দেবতাকে
advertisement
1/9

গ্রামবাংলার প্রকৃতি নিজের অজান্তেই কখন যেন সাহিত্য ও লোকাচারের উপকরণ হয়ে দেখা দেয়৷ সেই ধারাতেই গ্রামীণ ব্রতকথা রূপে ধরা দেয় ‘তালনবমী’৷ আর সেই ব্রতকথা ঘিরেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে শাশ্বত হয়ে ওঠে ছোটগল্প ‘তালনবমী’৷
advertisement
2/9
ভাদ্রমাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে অর্থাৎ রাধাষ্টমীর পর দিন পালিত হয় তালনবমী ব্রত৷ ঘরে ঘরে তৈরি হয় তালের বড়া বা তালের ফুলুড়ি, তালের লুচি, তালক্ষীর, তালের সরুচাকলি, তালের পাটিসাপটা৷
advertisement
3/9
রীতিনীতি মেনে ব্রতকথা পালন করে তালের নানা পদ খাওয়া হয়৷ ব্রাহ্মণভোজন করানো হয়৷ মূলত পূর্ব ভারতেই পালিত হয় এই তিথি৷ দেশের এই অংশে সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাস ছাড়া অন্যান্য সময় নানা রূপে তাল খাওয়া হয়৷
advertisement
4/9
সারা দিন উপোস থেকে সন্ধ্যায় চাঁদ দেখার পর উপবাস ভঙ্গ করা হয়৷ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে এই ব্রত পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বর্ষিত হয়৷
advertisement
5/9
তালের সঙ্গে ন’রকম ফল নিবেদন করা হয় আরাধ্য দেবতাকে৷ ভোরে স্নান সেরে পুজোর স্থান পরিষ্কার করে ব্রতীরা পুজোর আয়োজন করেন৷ ঘট, কলস, ধূপ, দীপ, মিষ্টান্নও থাকে সমাহারে৷
advertisement
6/9
পরিচ্ছন্ন স্থানে আলপনা দিয়ে, তার উপর ঘট বসিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়৷ পুজো সমাপনে সকলকে ভোজন করিয়ে তার পর ব্রতীরা আহার গ্রহণ করেন৷ মূলত বিবাহিতা মহিলারাই সংসারের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন৷
advertisement
7/9
এ বছর আজ অর্থাৎ রবিবার পালিত হচ্ছে তালনবমী ব্রত৷ নব বর্ষ বা নয় বছর ধরে পালনের পর উদযাপন করা হয় এই ব্রত৷ নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে পুণ্যলাভ হয় বলে বিশ্বাস৷
advertisement
8/9
এই ব্রত ঘিরে লেখা ‘তালনবমী’ ছোটগল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শাশ্বত সৃষ্টিতে অমর হয়ে আছে দুই বালক নেপাল, গোপাল, গ্রামের জটি পিসিমা এবং ভাদ্রের বৃষ্টিতে টইটম্বুর গ্রামের তালদীঘি৷ পরবর্তীতে এই গল্প থেকেই তৈরি ‘সহজ পাঠের গপ্পো’ ছবিও সমাদৃত হয়৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Talnabami Vrat: আজ তালনবমী ব্রত! এই তিথিতে পুণ্য লাভের জন্য কী করবেন? জানুন