TRENDING:

Tales of Ming Yang: শহরের পাঁচতারায় ‘মিং ইয়াং’, সিচুয়ান ও ক্যান্টোনিজ পদের স্বাদ নিতে চলে আসুন ২৫ অগাস্টের মধ্যে

Last Updated:
সিচুয়ান রন্ধনশৈলীর যে কোনও পদ জিভে পরলেই জটিল স্বাদের তীব্র টোনে রঙ খেলে যায় মনের অন্দরমহলে। ক্যান্টোনিজ পদে থাকে সসের কারিকুরি। স্বাদে এক অন্য রকমের আভিজাত্য থাকে। সেটাই সমঝদার এবং রসিকদের সবচেয়ে প্রিয়।
advertisement
1/10
শহরের পাঁচতারায় ‘মিং ইয়াং’, সিচুয়ান ও ক্যান্টোনিজ পদের স্বাদ নিতে ঘুরে আসুন
চাইনিজ খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসে? নুডলস দেখলেই নেচে ওঠে মন? তাহলে সুখবর। তাজ ল্যান্ডস এন্ড মুম্বইয়ের (Taj Lands End Mumbai) বিখ্যাত রেস্তোরাঁ ‘Ming Yang’-এর সিচুয়ান এবং ক্যান্টোনিজ খাবারের স্বাদ এখন মিলবে কলকাতার নিউটাউনের তাজ সিটি সেন্টারে। Photos: Siddhartha Sarkar
advertisement
2/10
সিচুয়ান রন্ধনশৈলীর যে কোনও পদ জিভে পরলেই জটিল স্বাদের তীব্র টোনে রঙ খেলে যায় মনের অন্দরমহলে।
advertisement
3/10
ক্যান্টোনিজ পদে থাকে সসের কারিকুরি। স্বাদে এক অন্য রকমের আভিজাত্য থাকে। সেটাই সমঝদার এবং রসিকদের সবচেয়ে প্রিয়। ২৫ অগাস্ট পর্যন্ত তাজ সিটি সেন্টারে থাকছে ‘মিং ইয়াং’-এর একাধিক রকমারি পদ।
advertisement
4/10
সিচুয়ান এবং ক্যান্টোনিজ খাবারের স্বাদ এবং টেক্সচার পরখ করে দেখতে চাইলে এখানে আসতেই হবে। কী থাকছে মেনুতে?
advertisement
5/10
ক্লাসিক ‘স্পাইসি পোক চয় ডাম্পলিংস’ (Spicy Pok Choi Dumplings), ‘স্ক্যালপ সুই মাই’ (Scallop Sui Mai), 'স্টার ফ্রায়েড ওয়াটার চেস্টনাট অ্যান্ড শিটেক মাশরুম' (Stir-Fried Water Chestnut & Shiitake Mushroom)। সঙ্গে ক্রিস্পি ফ্রাইড টোফু, ক্রিসপি গার্লিক প্রন, মিং ইয়াং চিকেন।
advertisement
6/10
অ্যাপেটাইজার থেকে মেইন কোর্স, আলাদা আলাদা ভাবে দেখা যাক। তাহলে ভোজনরসিক সুবিধা হবে। অ্যাপেটাইজারে থাকছে কঙ্গি পনির, কেনিয়া বিনস, স্টার ফ্রায়েড ওয়াটার চেস্টনাট অ্যান্ড শিটেক মাশরুম, ক্রিসপি ফ্রায়েড তোফু।
advertisement
7/10
ডিম সাম-এ রয়েছে ট্রায়াঙ্গুলার ডিম সাম, স্পাইসি পোক চই ডাম্পলিংস, চিকেন ডাম্পলিংস এবং স্ক্যালপ সুই মাই। মেইন কোর্সে থাকছে মাপো টোফু, ফোর ট্রেজার ভেজিটেবল, ওক ফ্রায়েড লবস্টার (Wok-Fried Lobster), স্টিমড চিলিয়েন সি বাস (Steamed Chilean Sea Bass), সিচুয়ান টু চিলি পিপার চিকেন-সহ আরও অনেক পদ। রাইস এবং নুডলস বিভাগেও পদের মেলা।
advertisement
8/10
থাকছে শ্যানডং ফ্রায়েড রাইস, ক্যান্টোনিজ ফ্রায়েড হো-ফ্যান নুডলস। আর ডেজার্টে দারসান এবং ম্যাঙ্গো পুডিং চেখে দেখতেই হবে। দু’জনের খরচ পড়বে ২৫০০ টাকা। তবে ট্যাক্স আলাদা দিতে হবে।
advertisement
9/10
এই প্রসঙ্গে নিউটাউনের তাজ সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল রায় বলেন, “কলকাতাবাসীর জন্য টেলস অফ মিং ইয়াংকে উইকিকিতে নিয়ে আসতে পেরে আমরা খুশি। তিলোত্তমার মানুষ চাইনিজ খেতে ভালবাসেন। সিচুয়ান এবং ক্যান্টোনিজ খাবারের জন্য এখানে একবার আসতেই হবে।’’
advertisement
10/10
Chef Yashraj Ranade from Taj Lands End, Mumbai
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tales of Ming Yang: শহরের পাঁচতারায় ‘মিং ইয়াং’, সিচুয়ান ও ক্যান্টোনিজ পদের স্বাদ নিতে চলে আসুন ২৫ অগাস্টের মধ্যে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল