TRENDING:

Taaler Bora & Blood Sugar: ব্লাড সুগারে কি তালের বড়া খাওয়া যায়? পাকা তালের রসে চড়চড়িয়ে বাড়ে ডায়াবেটিস? চরম ক্ষতিতে ঝাঁঝরা শরীর? জানুন

Last Updated:
Taaler Bora & Blood Sugar: তালের বড়া কি ডায়াবেটিসে খাওয়া যায়? ব্লাড সুগার কি চড়চড়িয়ে বেড়ে যাবে তালের বড়া বা অন্য কোনও পদ খেলে? জেনে নিন তালের মরশুম জমিয়ে পড়ার আগেই।
advertisement
1/5
ব্লাড সুগারে কি তালের বড়া খাওয়া যায়? পাকা তালের রসে চড়চড়িয়ে বাড়ে ডায়াবেটিস?
ভাদ্রমাস না আসতেই বাজারে হাজির রাশি রাশি পাকা তাল। ঘরে ঘরে তৈরি হচ্ছে তালের বড়া। এছাড়াও পাকা তালের শাঁস দিয়ে তৈরি হয় তালসত্ত্ব, তালক্ষীর, তালের সেঁকা পিঠে, তালসাপটা-সহ রকমারি পদ। বাঙালির কাছে এর স্বাদ এড়িয়ে যাওয়া বেশ কঠিন। জন্মাষ্টমীর আগে ও পরে এ সময় বাঙালির ঘরে ঘরে আমোদিত হয় তালের সুবাসে।
advertisement
2/5
পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর তালশাঁস ও পাকা তালের একাধিক গুণের কথা বলেছেন। তাঁর মতে অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ পাকা তাল ক্যানসার প্রতিরোধ শক্তি গড়ে তোলে শরীরে। স্বাস্থ্য সার্বিকভাবে ভাল রাখে তাল। ক্ষুরধার শানিত করে স্মৃতিশক্তি। ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে আছে পাকা তালে।
advertisement
3/5
যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস আছে পাকা তালে। ফলে দাঁত ও হাড় মজবুত হয়ে ওঠে। কোষ্ঠকাঠিন্য-সহ পেটের নানা সমস্যা দূর করে পাকা তালের রস। পরিপাক ক্রিয়া মসৃণ করে। কিন্তু তালের বড়া কি ডায়াবেটিসে খাওয়া যায়? ব্লাড সুগার কি চড়চড়িয়ে বেড়ে যাবে তালের বড়া বা অন্য কোনও পদ খেলে? জেনে নিন তালের মরশুম জমিয়ে পড়ার আগেই।
advertisement
4/5
পাকা তালের গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড দুই-ই বেশ বেশি। গরমে কচি তালশাঁস ব্লাড সুগারে খেতে সমস্যা না হলেও পাকা তালের রস মধুমেহ রোগে সমস্যা বাড়াতে পারে। গরমে আম যেমন নিয়ন্ত্রিত হারে খান, শ্রাবণ ভাদ্রে ব্লাড সুগার রোগীরা তালও খান বুঝে শুনে। ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্য নিন। চেষ্টা করুন তালের বড়া বা অন্য পদকে ব্লাড সুগার ফ্রেন্ডলি করে বানাতে।
advertisement
5/5
মিষ্টির জন্য তালের রসে চিনির বিকল্প দিন। ময়দার বদলে দিন হোল গ্রেইন আটা। তবে সুজি দিতেই পারেন। ডুবো সাদা তেলে ভাজলে বাড়ে তালের বড়ার স্বাদ। তবুও চেষ্টা করুন তেল জবজবে করে তালের বড়া না ভাজতে। একসঙ্গে বেশি তালের বড়া খাবেন না। নিয়ন্ত্রিত পরিমাণে তালের বড়া খান ব্লাড সুগার রোগীরা। এতে স্বাদ ও স্বাস্থ্য-দুই-ই বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Taaler Bora & Blood Sugar: ব্লাড সুগারে কি তালের বড়া খাওয়া যায়? পাকা তালের রসে চড়চড়িয়ে বাড়ে ডায়াবেটিস? চরম ক্ষতিতে ঝাঁঝরা শরীর? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল