Sweaty Face: গরম পড়লেই মুখ ঘামতে শুরু করে? মেক-আপ গলে জল! সহজ উপায়ে দূর হবে ঘামের সমস্যা! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sweaty Face: গরম পড়তেই অনেকেরই মুখ ঘামতে শুরু করে। কেন হয় জানেন? কীভাবে দূর করবেন এই সমস্যা? জানুন
advertisement
1/6

গরম পড়তেই অনেকেরই মুখ ঘামতে শুরু করে। এর ফলে সানস্ক্রিন, মেকআপ গলে একাকারে দফারফা হয়ে যায়।
advertisement
2/6

মুখের ঘামের পেছনে একাধিক কারণ থাকে। কারও জিনগত, কারও হরমোনের ওঠাপড়া, কারও আবার দুশ্চিন্তা কিংবা উৎকণ্ঠা থেকেও মুখ ঘামতে পারে।
advertisement
3/6
ঘামের কারণে অনেকের মুখ চুলকাতে থাকে, জল শূন্যতার সমস্যার পাশাপাশি অস্বস্তি বোধ করতে পারেন।
advertisement
4/6
জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে সমস্যা এড়ানো সম্ভব। বেশি তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। কফি পানও বন্ধ করতে হবে। এগুলো ঘর্মগ্রন্থিকে উদ্দীপ্ত করে।
advertisement
5/6
ভারি জামাকাপড়, হ্যাট বা মাথা ভারি কাপড়ে মুড়ে রাখবেন না। পাতলা, সাদা বা হালকা রঙের, বাতাস চলাচল করে এমন কাপড় পরুন।
advertisement
6/6
একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প করে আহার করুন। প্রচুর জল পান করুন। অফিসে বা বাড়িতে এমন জায়গায় কাজ করুন, যেখানে ফ্যানের বাতাস লাগে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sweaty Face: গরম পড়লেই মুখ ঘামতে শুরু করে? মেক-আপ গলে জল! সহজ উপায়ে দূর হবে ঘামের সমস্যা! জানুন