Knowledge Story: যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Knowledge Story: শুশুনিয়া পাহাড়ের নাম 'শুশুনিয়া' কেন? কী কারণে এই নামকরণ? শুশুনিয়া পাহাড়কে নিয়ে একাধিক গবেষণা, তাহলে আসল সত্যটা কি?
advertisement
1/6

*শুশুনিয়া পাহাড়ের নাম 'শুশুনিয়া' কেন? কী কারণে এই নামকরণ? শুশুনিয়া পাহাড়কে নিয়ে একাধিক গবেষণা, তাহলে আসল সত্যটা কি? ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/6
*কেউ বলেন, শুয়ে থাকা পাহাড় বলে নাম শুশুনিয়া, আবার ক্ষেত্র সমীক্ষকরা ভিন্ন মত পোষণ করেন। প্রাগৈতিহাসিক পাথরে ভূখণ্ড শুশুনিয়া। তার নামকরণ নিয়ে রয়েছে যথেষ্ট মতবিরোধ।
advertisement
3/6
*বাঁকুড়ার সুন্দরী শুশুনিয়া একটি দারুণ ঘুরে দেখার জায়গা। আদিবাসী গ্রাম দিয়ে ঘেরা সুবিশাল এই পাহাড় বহু পর্যটকের মন টানে। এই পাহাড়ের নাম বড্ড মিষ্টি। সেই কারণেই নামকরণ নিয়ে চলে গবেষণা।
advertisement
4/6
*শুশুনিয়া পাহাড়ের নামের সঠিক উৎস স্পষ্ট নয়, তবে এটি স্থানীয় লোককথা ও ইতিহাসের সঙ্গে জড়িত। একটি ধারণা অনুসারে, এটি 'শৃঙ্গ' বা 'শুঙ্গ' শব্দ থেকে এসেছে, যার অর্থ তীক্ষ্ণ। অনেকেই মনে করেন সেই থেকে নাম শুশুনিয়া।
advertisement
5/6
*ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান, "বিষ্ণুরূপাচক হচ্ছেন রাজা চন্দ্র বর্মন, যা ফুটে উঠেছে প্রথম পংক্তিতে। দ্বিতীয় পংক্তিতে রয়েছে বিষ্ণুর উপাসনার জন্য গ্রাম দান করা হয়েছে।" অর্থাৎ চন্দ্র বর্মনের সঙ্গে জড়িয়ে থাকতে পারে শুশুনিয়ার নাম।
advertisement
6/6
*নামকরণ একটি বিশেষ আচার। তার ইতিহাস গবেষণাও সেই জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সে কারণে শুশুনিয়া পাহাড়ের নামকরণের ইতিহাস এখনও অজানা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন