Summer Tips: ঝলমল করবে মুখ...! ৭ দিনের মধ্যে ভ্যানিশ সব কালো দাগ! গরমে মুখের তফাৎ চমকে দেবে আয়নাকেও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Summer Tips: সুন্দর মুখের জয় সর্বত্র। কে না চায় বয়স ধরে রাখুক ত্বক। মুখের জেল্লা যেন এমন হয় দেখে চোখ সরাতে পারেন না কেউ। কিন্তু মুশকিল হল রোজকার দিনের দৌড় ঝাঁপে আর অযত্নে ক্রমশ জেল্লাহীন হয়ে পরে মুখ।
advertisement
1/8

সুন্দর মুখের জয় সর্বত্র। কে না চায় বয়স ধরে রাখুক ত্বক। মুখের জেল্লা যেন এমন হয় দেখে চোখ সরাতে পারেন না কেউ। কিন্তু মুশকিল হল রোজকার দিনের দৌড় ঝাঁপে আর অযত্নে ক্রমশ জেল্লাহীন হয়ে পরে মুখ।
advertisement
2/8
আর গরমে তার উপর চলে সূর্যের কড়া রোদ্দুরের তাপ আর ধুলোর দাপট। ট্যান পরে যায় মুখে চোখে। কালো দাগ মূলত হাত ও মুখে অর্থাৎ শরীরের খোলা অংশকে ফ্যাকাসে, ঔজ্জ্বল্যহীন করে তোলে। যে দাগ কিছুতেই যেতে চায় না। হাজার নামি দামি প্রডাক্টেও কাজ হয় না। তাহলে উপায়?
advertisement
3/8
আসলে সার্বিকভাবে সুন্দর ত্বকের অধিকারী হতে চাইলে খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হবে এবং সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। কিন্তু তারই সঙ্গে দরকার কিছু উপায় যা ম্যাজিকের মতো বদলে দেবে আপনার মুখ।
advertisement
4/8
উজ্জ্বল, ফর্সা, দাগহীন ত্বক তো সবাই পেতে চায়। কিন্তু জানেন কী বাইরের কেমিক্যাল দেওয়া ক্রিম-লোশন নয়, দুর্দান্ত ভাবে কাজ হয় ঘরোয়া কিছু টোটকায়। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কী ভাবে মাত্র ৭ দিনের মধ্যেই ত্বকের কালো দাগ দূর করা যায়। রইল তিন সহজ এবং ঘরোয়া উপায়।
advertisement
5/8
১) লেবুর রস : লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যাসিড। যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। যে কোনও ফেসপ্যাকের সঙ্গে একটু করে লেবুর রস মিশিয়ে ব্যবহার করে দেখুন। মুখের কালো দাগ উধাও হয়ে যাবে।
advertisement
6/8
২) টম্যাটোর রস : ত্বক ফর্সা করতে টম্যাটো দারুন কার্যকরী। কিন্তু সবার ত্বকে আবার সহ্য হয় না। মুখে যেসব জায়গায় কালো দাগ রয়েছে সেখানে টম্যাটো রস লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।
advertisement
7/8
৩) আলুর রস : প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখের যে জায়গায় কালো দাগ রয়েছে, তার উপর আলুর রস লাগিয়ে শুয়ে পড়ুন। কালো দাগ দূর হয়ে মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে।
advertisement
8/8
এই তিনটি উপায়ের যে কোনও একটি সপ্তাহে পরপর তিন দিন করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন এটা ত্বকে কাজ করছে কিনা। আর এক সপ্তাহের মধ্যে পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Tips: ঝলমল করবে মুখ...! ৭ দিনের মধ্যে ভ্যানিশ সব কালো দাগ! গরমে মুখের তফাৎ চমকে দেবে আয়নাকেও