Snakes at Home: আপনার রান্নাঘরে ‘এই’ জিনিসগুলি আছে নাকি? সাবধান! এর টানেই আপনার বাড়িতে কিলবিল করবে বিষাক্ত সাপ!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Snakes at Home: বর্ষায় চারদিক জলে ভরে যায়৷ খাবার ও বাসস্থানের অভাব দেখা দেয়৷ তাই খাবারের সন্ধানে ও নিরাপদ আশ্রয় পেতে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে সাপ৷
advertisement
1/7

বর্ষাকালে বরাবরই বাড়ে সাপের উপদ্রব৷ গ্রামাঞ্চলে তো বটেই৷ শহরেও আনাচাকানাচে বাড়ে সাপের আসা যাওয়া৷ আর্দ্রতা বেড়ে যাওয়ায় সাপের আসা যাওয়া বেড়ে যায়৷ নানা কারণে সাপের সংখ্যা বেড়ে যায় আমাদের চারপাশে৷
advertisement
2/7
জানেন কি আমাদের রান্নাঘরে থাকা নানা উপাদান, উপকরণও সাপ ডেকে আনে৷ কোন কোন জিনিস রান্নাঘরে কীভাবে থাকলে সাপের উপদ্রব বাড়ে বর্ষাকালে, জেনে নিন৷ বলছেন সাপ বিশেষজ্ঞ দুর্গেশ পাতিদার৷
advertisement
3/7
বর্ষায় চারদিক জলে ভরে যায়৷ খাবার ও বাসস্থানের অভাব দেখা দেয়৷ তাই খাবারের সন্ধানে ও নিরাপদ আশ্রয় পেতে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে সাপ৷
advertisement
4/7
চাল, গম, ডাল এবং অন্যান্য দানাশস্য খোলা রাখবেন না রান্নাঘরে৷ তাহলে সহজেই আকৃষ্ট হবে সাপ৷ কারণ খোলা খাবার খেতে আসবে ইঁদুরের দল৷ তাদের পিছন পিছন এসে জুটবে সাপও৷
advertisement
5/7
তরকারি, ফলের খোসা, ফেলে দেওয়া খাবারের খোঁজেও রান্নাঘরে আসে ইঁদুর ও অন্য কীটপতঙ্গ৷ মনে রাখবেন এগুলি কিন্তু সাপের খাদ্য৷ খাদ্যের টানে হাজির হবে খাদকও৷
advertisement
6/7
ডিম ও অন্য পোলট্রিজাত খাবারও রান্নাঘরে খোলা রাখবেন না৷ কারণ এই জিনিসগুলিও ইঁদুর ও তার সঙ্গে সাপকেও টেনে আনে৷
advertisement
7/7
পোষ্যের খাবার, পাখিদের দেওয়া দানাশস্য, বীজও খোলা ফেলে রাখবেন না৷ খাদ্য খাদকের শৃঙ্খলে হাজির হবে বিষধর সাপের দল৷ বর্ষায় সাপের ছোবল থেকে বাঁচতে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snakes at Home: আপনার রান্নাঘরে ‘এই’ জিনিসগুলি আছে নাকি? সাবধান! এর টানেই আপনার বাড়িতে কিলবিল করবে বিষাক্ত সাপ!