TRENDING:

Snake: বর্ষায় বাড়ে সাপের উপদ্রব, কামড়ালে কী করবেন? কতক্ষণের মধ্যে দিতে হয় ইঞ্জেকশন... এই ‘ভুল’ করলেই শরীরে বিষ ছড়িয়ে হবে মৃত্যু!

Last Updated:
Snake: বর্ষার সময় যত বহুতলেই থাকা হোক না কেন, মাঠে-ঘাটে, রাস্তায়, বাড়ির ঝোঁপে-ঝাড়ে সাপের উপদ্রব বাড়ে। গ্রামাঞ্চলে সাপের কাপড়ে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর।
advertisement
1/7
সাপে কামড়ালে কী করবেন? কতক্ষণের মধ্যে দিতে হয় ইঞ্জেকশন..., এই একটি ভুল কখনই করবেন না!
জঙ্গলমহলে গ্রীষ্ম ও বর্ষা নামলেই উপদ্রব বাড়ে সাপের। জঙ্গলমহলের বাসিন্দারা এক প্রকার সাপের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে! জঙ্গলমহলের বাসিন্দারা মাঠে ঘাটে কাজ করেই তাদের তাদের জীবন জীবিকা অর্জন করে। বর্ষার সময় যত বহুতলেই থাকা হোক না কেন, মাঠে-ঘাটে, রাস্তায়, বাড়ির ঝোঁপে-ঝাড়ে সাপের উপদ্রব বাড়ে। গ্রামাঞ্চলে সাপের কাপড়ে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর। তাই নাগদেবতাকে বিশেষ রীতিতে পুজো করার চল রয়েছে এখনও। মানুষকে সচেতন করতে জেলা স্বাস্থ্য দফতর একাধিক পদক্ষেপ নিয়েছে। (তথ্য- তন্ময় নন্দী)
advertisement
2/7
হাসপাতালগুলিতে অ্যান্টি ভেনাম সিরাম মজুত রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা বলেন, ‘প্রতিটি ব্লক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি ভেনাম সিরাম (এভিএস) মজুত রাখা হয়েছে। পর্যাপ্ত মজুত রয়েছে জেলায়। কোথাও প্রয়োজন হলে দ্রুত তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে।
advertisement
3/7
একপ্রকার বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়েই কৃষকদের জমিতে চাষ করতে যেতে হয়, গ্রামাঞ্চলের মূল অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে এই চাষবাসের উপরেই। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভয় না পেয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হচ্ছে।
advertisement
4/7
যাতে সাপে কামড়ানো রোগী এলে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা যায়। তার জন্য দুই দফায় মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দহিজুড়ির এক বাসিন্দা বলেন প্রাণের ভয় নিয়েই মাঠে যেতে হয়, কারণ বর্ষার সময় প্রচুর পরিমাণে সাপের উপদ্রব দেখা যায় মাঠে।
advertisement
5/7
অতীতের অভিজ্ঞতা বলছে, অনেক সময়ে সাপে কামড়ানোর পরে রোগীকে আগে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ফলে সময় নষ্ট হয় এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর বারবার মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
6/7
সম্প্রতি ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের বেলদা হাইস্কুলের এক দশম শ্রেণীর ছাত্রকে স্কুলে চলাকালীন সাপে কামড় দেয়। বিষয়টি তৎক্ষণাৎ জানাজানির ফলে ওই ছাত্রকে দ্রুত আনা হয় চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে। এবং সেখানেই তার চিকিৎসা করা হয়। সঠিক সময়ে ওই ছাত্রটিকে হাসপাতালে আনার ফলেই ছাত্রটির প্রাণ বাঁচে।
advertisement
7/7
ঝাড়গ্রাম জেলায় সাপের উপদ্রব বাড়লেও সচেতন রয়েছে স্বাস্থ্য দফতর। তাই ভয় না পেয়ে সচেতন হওয়া প্রয়োজন। ঝাড়গ্রাম প্রতিটি ব্লক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি ভেনাম সিরাম (এভিএস) মজুত রাখা হয়েছে। কোথাও প্রয়োজন হলে তা দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সাপে কামড়ানোর ঘটনা ঘটলে দ্রুত যেকোনও স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রিপোর্ট করান। (তথ্য- তন্ময় নন্দী) ‌
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake: বর্ষায় বাড়ে সাপের উপদ্রব, কামড়ালে কী করবেন? কতক্ষণের মধ্যে দিতে হয় ইঞ্জেকশন... এই ‘ভুল’ করলেই শরীরে বিষ ছড়িয়ে হবে মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল