Snake Facts: বাড়ির পাশে কিলবিল করবে সাপ! ভুলেও এই ৫ খাবার রাখবেন না! আজই সতর্ক হন...৩নম্বরটা একদমই না
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Snake Facts: এই খাবারগুলো বাড়িতে রাখা মানে সাপকে ডাকা। সাপের আনাগোনা লেগে থাকে সারা বছরই। অনেকেই অজান্তেই বাড়িতে সাপ ঢুকে বসে থাকে। বাড়িতে বেশ কয়েকটা জিনিস থাকলে সাপ বাসা বাঁধে। বাড়ির আশপাশে বড় ঘাস, গাছ বা জমাজমি থাকে সাপের উপদ্রব বাড়ে।
advertisement
1/8

এই খাবারগুলো বাড়িতে রাখা মানে সাপকে ডাকা। সাপের আনাগোনা লেগে থাকে সারা বছরই।
advertisement
2/8
অনেকেই অজান্তেই বাড়িতে সাপ ঢুকে বসে থাকে। বাড়িতে বেশ কয়েকটা জিনিস থাকলে সাপ বাসা বাঁধে।
advertisement
3/8
বাড়ির আশপাশে বড় ঘাস, গাছ বা জমাজমি থাকে সাপের উপদ্রব বাড়ে।
advertisement
4/8
খাবারের আকাল পড়লে সাপ বাড়িতে আশ্রয় নেয়। গৃহস্থের বাড়িতেই খাবার খোঁজার চেষ্টা করে তখন।
advertisement
5/8
সব সাপই মাংসাশী। তাই বাড়িতে ইঁদুর, ব‍্যাঙ, খরগোস ইত‍্যাদি থাকলে সাপ আসে।
advertisement
6/8
ছোট ডিম, কেঁচো, কেন্নোর মতো প্রাণীও খায় সাপ। তাই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
advertisement
7/8
পাইন, ফার, চন্দন ইত‍্যাদি গাছ থাকলে বাড়িতে সাপ আসে। এই গাছগুলোর গন্ধ সাপকে আকৃষ্ট করে থাকে।
advertisement
8/8
লেবুগাছও সাপকে টেনা আনে। বিশেষ করে বাতাবি লেবুর গাছ সাপের প্রিয় জায়গা। তাই, এই গাছ বাড়িতে বা আশেপাশে থাকলে নিরাপদে থাকুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake Facts: বাড়ির পাশে কিলবিল করবে সাপ! ভুলেও এই ৫ খাবার রাখবেন না! আজই সতর্ক হন...৩নম্বরটা একদমই না