বিষধর সাপের 'বিষ' মুহূর্তে নামায় কোন গাছের 'পাতা' জানেন...? গ্যারান্টি, চমকে দেবে 'নাম'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Snake Bite: গ্রাম বাংলায় ফি বর্ষায় বহু মানুষের প্রাণ যায় সাপের কামড়েই। যার অন্যতম কারণ এই সাপ সম্পর্কে যথেষ্ট সচেতনতার অভাব। তাই আজ এই প্রতিবেদনে শেয়ার করা হল এই সাপ সংক্রান্ত জরুরি কিছু তথ্য।
advertisement
1/15

আমরা পড়াশোনা নিয়ে কথা বলছি আর সাধারণ জ্ঞানের প্রসঙ্গ উঠবে না তা প্রায় অসম্ভব। আসলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিজের সাধারণ জ্ঞান বাড়াতে প্রত্যেক পড়ুয়াকেই ছোটবেলা থেকেই চর্চা রাখতে হয় সাধারণ জ্ঞানের।
advertisement
2/15
আজ আমরা আপনাকে এই প্রতিবেদনে এমন কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে বলতে চলেছি যা যে কোনও চাকরিপ্রার্থীদের জন্য হতে পারে খুবই কার্যকর । অথচ এই প্রশ্ন ও উত্তরগুলি খুব সহজও। আর দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের সঙ্গে বিশেষ ভাবে জড়িত।
advertisement
3/15
বর্ষাকাল মানেই সাপের উৎপাত! আর এই সাপ হল বাস্তুতন্ত্রের এমনই একটি প্রাণী যা খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু সাধারণ মানুষের এই প্রাণী সম্পর্কে জ্ঞান খুবই কম । যে কারণে অনেক সময় সাপ সামনে দেখলেই আতঙ্কিত হয়ে বড় কোনও ভুল করে ফেলেন মানুষ।
advertisement
4/15
গ্রাম বাংলায় ফি বর্ষায় বহু মানুষের প্রাণ যায় সাপের কামড়েই। যার অন্যতম কারণ এই সাপ সম্পর্কে যথেষ্ট সচেতনতার অভাব। তাই আজ এই প্রতিবেদনে শেয়ার করা হল এই সাপ সংক্রান্ত জরুরি কিছু তথ্য।
advertisement
5/15
এমন নয় যে আপনি এই উত্তরগুলি জানেন না তবে হ্যাঁ, হতে পারে যে আপনি খুব সহজে এই উত্তরগুলি অনুমানও করতে পারবেন না। আর এই উত্তরগুলি সাপ সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা নিতে পারে।
advertisement
6/15
প্রশ্ন ১ - বলুন তো সাপের বিষের রঙ কেমন হয়?উত্তর ১ - সাপের বিষের রঙ হলুদ।
advertisement
7/15
প্রশ্ন ২ - সাপ কোথায় সবচেয়ে বেশি কামড়ায়?উত্তর ২ - সাপের কামড়ের বেশিরভাগ ঘটনা হাত, পা এবং গোড়ালিতে ঘটে।
advertisement
8/15
প্রশ্ন ৩- একটি সাপ সাধারণ ভাবে কতদিন বাঁচে?উত্তর ৩ - একটি সাপের জীবনকাল তার প্রজাতির উপর নির্ভর করে যেমন কর্ন সাপ ৫-১০ বছর বাঁচে, বল পাইথন প্রায় ২০-৩০ বছর বাঁচে, কিং সাপ যা ছোট, সরু প্রজাতির সাপ, ১২-১৫ বছর বাঁচে।
advertisement
9/15
প্রশ্ন ৪ - সাপে কামড়ালে কী খাওয়া উচিত?উত্তর ৪ - সাপে কামড়ালে, আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কিছু অতিরিক্ত ঘি খাওয়ান এবং পারলে তাঁকে বমি করান। এরপর, ১০-১৫ বার হালকা গরম জল খাইয়ে বমি করানোর চেষ্টা করুন।
advertisement
10/15
প্রশ্ন ৫ - সাপ ২৪ ঘণ্টায় কতক্ষণ ঘুমায়?উত্তর ৫ - সাপ ২৪ ঘণ্টায় প্রায় ১৬ ঘণ্টা ঘুমায়।
advertisement
11/15
প্রশ্ন ৬ - একটি সাপ কতদূর দেখতে পারে?উত্তর ৬ - একটি সাপ প্রায় ২ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারে।
advertisement
12/15
প্রশ্ন ৭ - কোন গাছের পাতা তাৎক্ষণিকভাবে সাপের বিষ দূর করতে পারে?উত্তর ৭ - কাঁটোলা বা কাঁকরোল গাছের পাতা ব্যবহার করে সাপের বিষ দ্রুত দূর করা যায়। বিশেষজ্ঞরা বলেন, যদি আপনার বাড়ির আশেপাশে কাঁটোলা বা কাকোরা বা কাঁকরোল সবজির (কাঁটাযুক্ত লাউ) লতানো গাছ থাকে, তাহলে এটি আক্রান্ত ব্যক্তির জীবন পর্যন্ত বাঁচাতে পারে।
advertisement
13/15
কাঁটোলা এমন একটি লতা যা আয়ুর্বেদে কেবল বিষাক্ত সাপের বিষ দূর করার জন্যই ব্যবহৃত হয় না, বরং অন্যান্য আরও বিষাক্ত প্রাণীর কামড়ের ক্ষেত্রেও এটি বিস্ময়কর কাজ করে।
advertisement
14/15
আয়ুর্বেদ অনুসারে, এটাও দাবি করা হয় যে যদি সময়মতো ও সঠিকভাবে ব্যবহার করা হলে, একজন ব্যক্তিকে ৫ মিনিটের মধ্যে সাপের বিষ থেকে বাঁচানো সম্ভব। এই গাছের পাতা ও মূল থেকে তৈরি গুঁড়ো বিষের প্রভাব কমাতে পারে কার্যকর ভাবে।
advertisement
15/15
Mallige কলেজ অফ ফার্মাসির চিকিৎসক, ড কুন্তল দাস তাঁর পরামর্শে বলেন, "গবেষণায় দেখা যাচ্ছে কাঁকরোল বা কাঁটোলা-রুটের মতো ভেষজ ওষুধ সমাজে অ্যান্টিভেনম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বহু কাল থেকেই।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বিষধর সাপের 'বিষ' মুহূর্তে নামায় কোন গাছের 'পাতা' জানেন...? গ্যারান্টি, চমকে দেবে 'নাম'!