Smart phone Effects: প্যান্টের এই পকেটে ফোন রাখেন? পুরুষরা সাবধান! যৌন জীবন কিন্তু শেষ হয়ে যাবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Smart phone Effects: জেনে নিন কোথায় কোথায় ফোন রাখলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়।
advertisement
1/7

স্মার্টফোন ছাড়া আজকাল জীবনের একটি মুহূর্ত চলে না। আর সারাক্ষণ শরীরের কাছাকাছি থাকার ফলে ফোনর থেকে বেরিয়ে আসা রেডিয়েশনও প্রবেশ করছে আমাদের শরীরে। আর এর জন্য আমাদের স্বাস্থ্যও খারাপ হয়ে থাকে। জেনে নিন কোথায় কোথায় ফোন রাখলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়।
advertisement
2/7
প্যান্টের পিছনের পকেটে ফোন রাখেন - এর ফলে রেডিয়েশনের থেকে যা সমস্যা হয় সেটা তো আছে কিন্তু এর সঙ্গে বেড়ে যায় আপনার পায়ের ব্যথা।
advertisement
3/7
প্যান্টের সামনের পকেটে ফোন রাখেন - অনেক রিপোর্টে বেরিয়েছে যে ফোন সামনের পকেটে রাখলে পুরুষদের স্পর্ম কাউন্ট কমে যায়।
advertisement
4/7
শার্টের পকেটে ফোন রাখেন - এর ফলে আপার হার্টের ক্ষতি হতে পারে। কারন ফোন থেকে যে রেডিয়েশন বের হয় সেটা হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর।
advertisement
5/7
রান্নাঘর বা আগুনের কাছাকাছি ফোন রাখেন - ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
6/7
বাচ্চাদের থেকে ফোন রাখুন দূরে - বাচ্চাদের সামনে ফোন রাখা বিপদজনক। বাচ্চারা বেশি ফোন নিয়ে খেলা করলে তাঁদের হাইপারঅ্যাকটিভিটি, ডিফিসিট ডিসঅর্ডার-এর মতো অসুখ দেখা দিতে পারে।
advertisement
7/7
কী করতে পারেন তবে? মোবাইল ফোনটিকে যতটা সম্ভব শরীরের থেকে দূরে রাখুন। যখন দরকার নেই তখন ফোনটিকে বন্ধ করে দিন বা এরোপ্লেন মোডে করে দিন। কথা বলার সময় স্পিকার বা হেডফোনের ব্যবহার করুন। চার্জ করার সময় ফোন বন্ধ করে রাখুন। লো ব্যাটারি থাকলে চেষ্টা করবেন ফোনে কথা না বলার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Smart phone Effects: প্যান্টের এই পকেটে ফোন রাখেন? পুরুষরা সাবধান! যৌন জীবন কিন্তু শেষ হয়ে যাবে