TRENDING:

Skincare Tips after Sindurkhela: সিঁদুরখেলার পর গালে র‌্যাশ? ত্বকের যত্ন নিন এই সহজ ঘরোয়া টোটকায়

Last Updated:
Skincare Tips after Sindurkhela: সিঁদুরখেলার পর কিন্তু ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন
advertisement
1/10
সিঁদুরখেলার পর গালে র‌্যাশ? ত্বকের যত্ন নিন এই সহজ ঘরোয়া টোটকায়
দশমীসন্ধ্যার অন্যতম আকর্ষণ সিঁদুরখেলা। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছেয়ে গিয়েছে রাঙা টুকটুকে মুখের ছবিতে।
advertisement
2/10
সিঁদুরখেলার পর কিন্তু ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কারণ সিঁদুর তৈরি করার সময় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়।
advertisement
3/10
ভেষজ সিঁদুরে ক্ষতির সম্ভাবনা কম থাকে। কিন্তু ভেষজ সিঁদুর ব্যবহার না করলে বাড়তি সতর্কতা ও ত্বকের যত্ন নিতে হবে।
advertisement
4/10
সিঁদুরখেলার পর পরই ফেসওয়াশ বা জল দিয়ে মুখ ধোবেন না।
advertisement
5/10
প্রথমে সিঁদুরমাখা মুখ ক্লেঞ্জিং মিল্ক বা মেকওভার রিমুভার দিয়ে পরিষ্কার করে নিন।
advertisement
6/10
যদি ত্বক শুষ্ক হয় তাহলে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।
advertisement
7/10
একাধিক পরিষ্কার কটনপ্যাড ব্যবহার করে সিঁদুর-সহ মেক আপ তুলে ফেলার পর এ বার মুখ ধুয়ে নিন ফেসওয়াশে। তার পর লাগান ময়শ্চারাইজার।
advertisement
8/10
যদি সিঁদুরখেলার পরও ত্বকে লালভাব বা সংক্রমণ থাকে তবে ত্বকের ধরন অনুযায়ী ফেসমাস্ক ব্যবহার করুন। ত্বকের শুষ্কতা আটকাতে ময়শ্চারাইজার দেওয়া প্রয়োজনীয়।
advertisement
9/10
প্রদাহ কমাতে ত্বকে দিতে পারেন অ্যালোভেরা জেল বা শশার রস। এতে ত্বকে আসবে শীতল স্পর্শ। কমবে সমস্যাও।
advertisement
10/10
ঘরোয়া টোটকায় সমস্যা লাঘব না হলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare Tips after Sindurkhela: সিঁদুরখেলার পর গালে র‌্যাশ? ত্বকের যত্ন নিন এই সহজ ঘরোয়া টোটকায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল