Skincare: বিরিয়ানির মশলাতেই ঝকঝকে হবে ত্বক! মাত্র সাত দিনে দাগ-ছোপ-বলিরেখা সব গায়েব! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Skincare: বিরিয়ানির মশলাতে ত্বকের যত্ন? অবাক হচ্ছেন তো? কিন্তু এই মশলাতেই সাত দিনে বদলে যাবে ত্বক! সব সমস্যা গায়েব হবে!
advertisement
1/7

শীতকাল মানেই ত্বকের নানা সমস্যা শুরু হয়ে যায়! এই যেমন ঠোঁট ফাটা! ত্বক শুষ্ক হয়ে যাওয়া! ফেটে যাওয়া! তবে শুধু শীতকাল নয়, গোটা বছরই ত্বকের নানা সমস্যায় অনেকে ভোগেন! যেমন দাগ ছোপ, ট্যান ত্বক, ব্রণ! আরও কত কী! তবে জানেন কি এবার বিরিয়ানির মশলাতেই বাড়বে ত্বকের জ্বেল্লা! সব সমস্যা একেবারে চলে যাবে! photo source collected
advertisement
2/7
অবাক হচ্ছেন তো? বিরিয়ানি খায় না এমন মানুষ মেলা মুশকিল! আর সেই বিরিয়ানির মশলাই নাকি ত্বকের সমস্যা দূর করবে! হ্যাঁ এটাই সত্যি! photo source collected
advertisement
3/7
কিন্তু বিরায়নিতে সব স্পাইসি মশলা থাকে! তা দিয়ে কীভাবে ত্বকের যত্ন হতে পারে! ভাবছেন তো কী সেই ম্যাজিক মশলা! photo source collected
advertisement
4/7
এই মশলা অনেকে দুধের সঙ্গেও খেয়ে থাকেন! শরীরের জন্য ভাল তো বটেই সেই সঙ্গে দারুণ কাজের ত্বকের জন্যও! বিরিয়ানির স্বাদ গন্ধ এই মশলা একাই বাড়িয়ে দেয় কয়েকগুন! photo source collected
advertisement
5/7
সেই ম্যাজিক মশলার নাম আসলে জাফরান! এই মশলা ছাড়া বিরিয়ানি রান্নার কথা ভাবাই যায় না! আর এই মশলাই সুন্দর করে তুলবে আপনার ত্বক! কীভাবে জেনে নেওয়া যাক! photo source collected
advertisement
6/7
জাফরানে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে! যা ব্যবহার করলে মুখের ব্রণ, দাগ ছোপ ও ট্যান ভাব দূর হয়! তৈলাক্ত এবং শুষ্ক ত্বকেও এনে দেয় ঝকঝকে উজ্বল ভাব! তবে ব্যবহার করতে হবে এই নিয়মে! photo source collected
advertisement
7/7
দু-চামচ জলে ৫টা জাফরান সারা রাত ভিজিয়ে রাখুন! সকালে ঘুম থেকে ওঠার পর দু-ফোঁটা মধু ও এক চামচ দুধ মিশিয়ে মুখে লাগান! ২০ থেকে ২৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন! ঝকঝক করবে ত্বক! মাত্র ৭ দিন ব্যবহার করুন পরপর! নিজেকে নিজেই চিনতে পারবেন না! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare: বিরিয়ানির মশলাতেই ঝকঝকে হবে ত্বক! মাত্র সাত দিনে দাগ-ছোপ-বলিরেখা সব গায়েব! জানুন