Skin care tips : মেক আপ কিট পরিষ্কার রাখছেন তো? ত্বক সতেজ রাখতে অবশ্যই এই বিষয়গুলিতে নজর দিন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Skin care tips :নিজের ত্বকের দিকে নজর দিতে গিয়ে বাকি চোখ এড়িয়ে যায় বহু কিছু। গোড়াতেই গলদ থেকে যায়।
advertisement
1/7

ত্বক সুন্দর রাখার জন্য কত কিছুই না করতে হয়! ফেশিয়াল মাস্ক, নিয়মিত ক্লিনজিং,টোনিং ইত্যাদি থেকে শুরু করে কত রকমের মেক আপ। কিন্তু নিজের ত্বকের দিকে নজর দিতে গিয়ে বাকি চোখ এড়িয়ে যায় বহু কিছু। গোড়াতেই গলদ থেকে যায়। রূপচর্চার জন্য প্রসাধনী ও অন্যান্য প্রডাক্টে কোনও নজর থাকে না। তা থেকে অপরিচ্ছন্নতা বাড়ে আর ত্বকের ক্ষতি হওয়া শুরু হয়। তাই মেক আপ কিটই হোক বা কোনও ফেশিয়াল ক্রিম, এগুলি কতদিন ব্যবহার করবেন, কীভাবে পরিষ্কার রাখবেন সেদিকেও নজর দিতে গেলে এই বিষয় গুলি মাথায় রাখুন-
advertisement
2/7
১) মেক আপ তো করেন। কিন্তু মেক আপ ব্রাশ কতটা পরিষ্কার ভেবে দেখেছেন কি? তাই পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত মেক আপ ব্রাশগুলি পরিষ্কার করুন। ইষদুষ্ণ জলে মাইল্ড কোনও লিকুইড সোপ দিয়ে এই ব্রাশগুলি ধুয়ে রাখুন। শুকিয়ে গেলে তবেই মেক আপ কিটে রাখবেন। যেগুলির ব্রিসলস নষ্ট হয়ে গিয়েছে, ফেলে দিন।
advertisement
3/7
২) ঘরে তৈরি মাস্ক ত্বকের পক্ষে ভালো। কিন্ত। অনেকে একটা ভুল করেন। ঘরে তৈরি মাস্ক বা ফেসপ্যাক বানিয়ে কিছুটা ব্যবহার করে রেখে দেন পরে আবার ব্যবহার করবেন বলে। এটা করবেন না। বাকিটা ফেলে দিন।
advertisement
4/7
৩) বাজারে বিভিন্ন ধরনের প্রডাক্ট কিনতে পাওয়া যায়। এর মধ্য়ে বেশ কিছুতে ক্ষতিকর কেমিক্যালও থাকে। তাই যাই কিনবেন ভালো করে লেবেল পড়ে নিন। নিজের ত্বকের সঙ্গে কোন উপাদান ভাল যাবে, তা দেখেই কিনুন। চেষ্টা করবেন অ্যালকোহল যুক্ত প্রডাক্ট না কেনার। না হলে পরে এই প্রডাক্টগুলি ব্যবহার করতে পারবেন না। পড়েই থাকবে। কারণ এগুলি ব্য়বহার করলে হয়তো হিতে বিপরীত হতে পারে। তাই কেনার আগে দেখে কিনুন।
advertisement
5/7
৪) এক্সপায়ার করে গেলে সেই প্রডাক্ট আর মেক আপ কিটে রেখে দেবেন না। ফেলে দিন। তাই প্রডাক্টের গায়ে অবশ্যই এক্সপায়ারি ডেটে নজর দিন।
advertisement
6/7
৫) মেক আপ বা রূপচর্চার যে কোনও প্রডাক্টই খুব গরমের মধ্য়ে রাখবেন না। এতে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।
advertisement
7/7
৬) মেক আপ রিমুভার হিসেবে যদি অতিরিক্ত কেমিক্যাল যুক্ত প্রডাক্ট ব্যবহার করেন তা ফেলে দিন। বদলে অলিভ অয়েল বা বেবি অয়েল ব্যবহার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin care tips : মেক আপ কিট পরিষ্কার রাখছেন তো? ত্বক সতেজ রাখতে অবশ্যই এই বিষয়গুলিতে নজর দিন