Skin Care Tips: ব্রণ, বলিরেখা, বুড়িয়ে যাচ্ছেন? এই নিয়মে ঘি মাখলেই ফিরে পাবেন যৌবন!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Skin Care Tips: ত্বকের যত্নে অনেক নামীদামি প্রসাধনী হার মানবে ঘিয়ের কাছে। কিন্তু ঘি মেখে ঠিক কী কী উপকার হবে?
advertisement
1/5

শুধু খাওয়ার পাতে নয়, ঘি দিয়ে হয় রূপচর্চা। ঘি মুখে দিলে জেলা থাকে সবসময়ের জন্য। ঘি দিয়ে রূপচর্চা টিপস দিলেন ত্বক বিশেষজ্ঞ পিঙ্কি মন্ডল।
advertisement
2/5
ঘুম থেকে উঠে অল্প একটু ঘি মুখে মেখে নিতে হবে। কিছুক্ষণ রেখে ভেজা কাপড় দিয়ে উঠিয়ে নিলে সারাদিন ত্বক থাকে ঝকঝকে।
advertisement
3/5
এক চামচ ঘি এর সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তা মুখে লাগালে ভাল ফল মেলে। সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/5
ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে তা ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা হলে এই প্যাক মুখে ব্যবহার করতে হবে। ১০ মিনিট পর তাহ হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে।
advertisement
5/5
ত্বক বিশেষজ্ঞ পিংকি মন্ডল জানিয়েছেন, "রাতে ঘুমোনোর আগে এক চামচ ঘি গরম করে তা ঠান্ডা করে নিতে হবে। এরপর তা মুখে মেখে নিতে হবে। ভালো করে ম্যাসাজ করলে মিলবে উজ্জ্বল ফল। "
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: ব্রণ, বলিরেখা, বুড়িয়ে যাচ্ছেন? এই নিয়মে ঘি মাখলেই ফিরে পাবেন যৌবন!