Winter Skin Care Tips: শীত পড়তেই খসখসে মুখ! শুকিয়ে কাঠ হাত-পা- ঠোঁট! রোজ মেনে চলুন ছোট্ট নিয়ম, ৭ দিনেই হবে ঝলমলে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Winter Skin Care Tips: মরশুম বদলের এই সময় ক্রমশই আর্দ্রতা কমতে থাকে ত্বকে। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। এই সময় প্রয়োজন উপযোগী ও সঠিক উপকরণ বেছে নেওয়া এবং প্রয়োগের সঠিক পদ্ধতি জানা।
advertisement
1/8

*বর্তমানে সন্ধ্যে নামতেই শীতের অনুভূতি হতে শুরু করেছে ইতিমধ্যে। মরশুম বদলের এই সময় ক্রমশই আর্দ্রতা কমতে থাকে ত্বকে। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক।
advertisement
2/8
*সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বক এবং চুলের যত্ন নেওয়া প্রয়োজন। এছাড়াও দরকার উপযোগী ও সঠিক উপকরণ বেছে নেওয়া এবং প্রয়োগের সঠিক পদ্ধতি জানা।
advertisement
3/8
*রূপচর্চা অভিজ্ঞ সোমা দাস জানান, এক সপ্তাহ নিয়ম মেনে রূপচর্চা করলেই ফল মেলা সম্ভব। তবে দীর্ঘস্থায়ী ফল পেতে হলে, তা করে যেতে হবে বছরভর।
advertisement
4/8
*প্রতিদিন বেরোনোর সময় অল্পবিস্তর মেকআপ করেন সকলেই। তবে বাড়ি ফিরে প্রথমেই নারকেল তেল বা মেকআপ রিমুভার দিয়ে সেটি তুলে ফেলুন। তারপর ব্যবহার করুন ফেসওয়াশ।
advertisement
5/8
*ক্লিনজিং করলে ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার হলেও ত্বকের রন্ধ্রে জমে থাকা তেল, মরা কোষ যায় না। সেই জন্য দরকার এক্সফোলিয়েশন। এটা সপ্তাহে অন্তত দুইদিন করতে হবে।
advertisement
6/8
*শীতের মরসুমে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়। তাই সারাদিন পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি কোকো বাটার, গ্লিসারিন যুক্ত ক্রিম ব্যবহার করা অনেকটাই জরুরি ত্বকের জন্য।
advertisement
7/8
*ত্বককে পুষ্টি জোগাতে এবং গভীরভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে সিরাম। ত্বকের উপযোগী সিরাম বেছে নিয়ে প্রতি রাতে শোয়ার আগে ব্যবহার করতে হবে।
advertisement
8/8
*সৌন্দর্যের সঙ্গে ঘুমের গভীর যোগ রয়েছে। ঘুমোনোর সময় ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হয়। শরীর বিশ্রাম পায়। তাই সৌন্দর্য ধরে রাখতে চাইলে পর্যাপ্ত ঘুম প্রয়োজন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Skin Care Tips: শীত পড়তেই খসখসে মুখ! শুকিয়ে কাঠ হাত-পা- ঠোঁট! রোজ মেনে চলুন ছোট্ট নিয়ম, ৭ দিনেই হবে ঝলমলে