TRENDING:

Skin Care: নারকেল তেলে এই ১ টি জিনিস মেশালেই তৈরি হয়ে যাবে সানস্ক্রিন! মেখে যতখুশি রোদে ঘুরলেও কালো হবে না ত্বক, সারাদিন মুখ থাকবে তুলতুলে

Last Updated:
Skin Care: বাড়িতে থাকা নারকেল তেল দিয়েই খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে সানস্ক্রিন। এই টিপসটি ইনস্টাগ্রামে দ বিউটি রেজ পেজ থেকে শেয়ার করা হয়েছে। নারকেল তেলের সঙ্গে মেশাতে হবে মাত্র একটি জিনিস।
advertisement
1/7
নারকেল তেলে এই ১ টি জিনিস মেশালেই তৈরি হয়ে যাবে সানস্ক্রিন! রোদে ঘুরলেও কালো হবে না ত্বক
গরমে সূর্যের ক্ষতিকারক রশ্মিতে দফারফা হয় ত্বকের। ত্বক কালো হয়ে ট‍্যানিংয়ের সমস‍্যা তো রয়েছেই। পাশাপাশি দূষণের কারণে সূর্যের রশ্মি ত্বকের আরও বিভিন্ন ধরণের সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা তাই বারবার পরামর্শ দিয়ে থাকেন সানস্ক্রিন লাগানোর।
advertisement
2/7
সানস্ক্রিন বর্তমানে ত্বকের জন‍্য অন‍্যতম অপরিহার্য হয়ে উঠেছে। তারকারাও তাদের ত্বকচর্চার জন‍্য রোজ মাখেন সানস্ক্রিন। রোদে সানস্ক্রিন না মেখে বেরোলে ত্বক পুড়ে, ঝলসেও যেতে পারে।
advertisement
3/7
কিন্তু বাজার চলতি সানস্ক্রিন অনেক সময় চেয়েও মাখতে পারেন না অনেকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যথেষ্ট দামী সানস্ক্রিন। ত্বক বাঁচাতে গিয়ে পকেটে পড়ে টান। পাশাপাশি সানস্ক্রিনের চ‍্যাটচেটে ভাব, ক্ষতিকারক কেমিক‍্যালেও সমস‍্যা দেখা দেয়।
advertisement
4/7
কিন্তু জানেন কি বাড়িতে থাকা নারকেল তেল দিয়েই খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে সানস্ক্রিন। এই টিপসটি ইনস্টাগ্রামে দ বিউটি রেজ পেজ থেকে শেয়ার করা হয়েছে। নারকেল তেলের সঙ্গে মেশাতে হবে মাত্র একটি জিনিস।
advertisement
5/7
কীভাবে বানাবেন? একটি বাটিতে নারকেল তেল নিন। এবার এতে মিশিয়ে দিন অ্যালোভেরা জেল। এবার ভাল করে মেশান। দুটি মিশে একেবারে ক্রিমের মতো হয়ে যাবে। ব‍্যাস তৈরি সূর্যের বিরুদ্ধে লড়াই করার বর্ম।
advertisement
6/7
সানস্ক্রিন সংক্রান্ত কয়েকটি ভুল করলে কোনও উপকারই মিলবে না। সানস্ক্রিনের পরিমাণের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। যদি প্রয়োজনের থেকে কম সানস্ক্রিন লাগানো হয় তাহলে ত্বকে সানস্ক্রিনের কিছু বিশেষ প্রভাব হবে না এবং রোদ ত্বককে ক্ষতি করতে শুরু করবে।
advertisement
7/7
সানস্ক্রিন শুধু সকালে একবার লাগানোই যথেষ্ট নয় বরং সানস্ক্রিন বারবার লাগাতে থাকা জরুরি। বিশেষ করে রোদে বেরোনোর ২০ মিনিট আগে সানস্ক্রিন অবশ্যই লাগানো উচিত। যদি বাইরে খুব বেশি রোদ না থাকে তবুও সানস্ক্রিন লাগানো জরুরি হয়। ত্বককে প্রোটেক্ট করার (Skin Protection) জন্য এবং ত্বক সম্পর্কিত সমস্যাগুলো থেকে বাঁচার জন্য সানস্ক্রিন লাগানো যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care: নারকেল তেলে এই ১ টি জিনিস মেশালেই তৈরি হয়ে যাবে সানস্ক্রিন! মেখে যতখুশি রোদে ঘুরলেও কালো হবে না ত্বক, সারাদিন মুখ থাকবে তুলতুলে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল