Skin Care-Neem Oil: ত্বক আর চুলের জন্য দারুণ ভাল নিম তেল! সহজেই বাড়িতে বানিয়ে নিন এই তেল! জানুন পদ্ধতি
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Skin Care-Neem Oil: বাড়িতেই সহজ পদ্ধতিতে বানান নিম তেল! পুজোর আগে হয়ে উঠুন ঝকঝকে!
advertisement
1/6

নিম তেল! ত্বকের জন্য দারুণ ভাল! শুধু ত্বক নয়, চুলের জন্যও এই তেলের জুরি মেলা ভার! অনুজ্জ্বল ত্বক, কালো ছোপ ছোপ দাগ, বয়সের ছাপ, বলিরেখা, ব্রণ, অ্যাকনে, শুষ্ক ত্বক এমনকি মুখের মলিন ভাবও দূর করার ক্ষেত্রে নিম তেলের বিশেষ অবদান আছে।(লেখা: অনির্বাণ রায়)
advertisement
2/6
নিমে থাকা উপকারী ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ট্রাইগ্লিসারাইড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ক্যালশিয়াম ত্বকের কোলাজেন বাড়িয়ে তোলে। ফলে শরীরের উজ্জ্বলতা বাড়ে। তাই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নিম তেল। কিন্তু বাড়িতে এই তেল বানাবেন কী করে? (লেখা: অনির্বাণ রায়)
advertisement
3/6
প্রথমে কয়েকটা নিমপাতা নিয়ে ভাল করে জলে ধুয়ে নিন! যাতে ময়লা না থাকে! এবার সামান্য জল দিয়ে ভাল করে পেস্ট করে নিন! এবার এই পেস্টটিকে একটি কাঁচের কৌটোয় নিন! এর সঙ্গে অলিভ বা নারকেল তেল মিশিয়ে নিন! এবার একটি পাত্রে জল গরম করতে দিন, সেই গরম জলে কাঁচের জারটি বসিয়ে দিন! (লেখা: অনির্বাণ রায়)
advertisement
4/6
মিনিট পাঁচেকের মধ্যে এই পেস্ট থেকে তেল ছাড়বে! এবার এটিকে একটি পাত্রে ভাল করে ছেকে তেল বের করে নিন! প্রথমে এই তেল সরাসরি শরীরে ব্যবহার করবেন না। হাতের তালুতে লাগিয়ে ২৪ ঘণ্টা পর দেখুন ত্বকে কোনও সমস্যা হয়েছে কিনা।(লেখা: অনির্বাণ রায়)
advertisement
5/6
যদি সমস্যা না হয়, তাহলে একটি তুলোর ছোট বল তৈরি করে তা ভিজিয়ে নিন নিম তেলে। এবার এই তুলোর বল দিয়ে ত্বকে ভাল ভাবে ম্যাসাজ করুন মিনিট পনেরো। এরপর নিম তেলের পুষ্টিগুণ ত্বকে মিশে যেতে অপেক্ষা করুন আধঘণ্টা মতো। ভাল ফেস ওয়াশ দিয়ে মুখ ও ত্বক ধুয়ে নিন। এরপর নিন গরম জলের ভাপ। ময়েশ্চারাইজার ক্রিম মুখে ম্যাসাজ করে লাগান। এক সপ্তাহেই দেখুন সুফল।(লেখা: অনির্বাণ রায়)
advertisement
6/6
চুলেও শ্যাম্পু করার এক ঘণ্টা আগে এই তেল ব্যবহার করুন। সপ্তাহে তিন দিন করলেই গায়েব খুসকি! কমবে চুল পড়াও! (লেখা: অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care-Neem Oil: ত্বক আর চুলের জন্য দারুণ ভাল নিম তেল! সহজেই বাড়িতে বানিয়ে নিন এই তেল! জানুন পদ্ধতি