Winter Skin Care: শীতকালে রুক্ষ ত্বক নিয়ে জেরবার! কীভাবে উজ্জ্বল, তরতাজা করবেন? হাতের নাগালেই এই ৬ দুরন্ত টোটকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Winter Skin Care: শীতকালে ত্বক হয়ে পড়ে বেশি স্পর্শকাতর, খসখসে, রুক্ষ। শীতের দাপটে প্রাকৃতিক ঔজ্জ্বল্যও হারিয়ে ফেলে আমাদের ত্বক। তাই শীতকালে ত্বকের যত্ন নিতে বিশেষ ঘরোয়া টোটকা দিলেন শুভব্রত রায়।
advertisement
1/6

*মধু: মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। এক চামচ মধুর সঙ্গে দু-চামচ মিল্ক পাউডার ও এক চিমটে হলুদ ভাল করে মিশিয়ে মুখে মেখে দিন। ১৫ মিনিট পরে তা ধুয়ে ফেলুন।
advertisement
2/6
*ঘি: এতে রয়েছে ময়েশ্চারাইজিং উপাদান। রোজ রাতে মুখে, হাতে-পায়ে মাখলে ত্বক নরম থাকবে।
advertisement
3/6
*দই: আধ কাপ দইয়ের সঙ্গে তিন চামচ মধু এবং তিন চামচ চিনির দানা মিশিয়ে নিন। হালকা করে মিশিয়ে এই পেস্ট দিয়ে ভাল করে মুখে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
advertisement
4/6
*লেবু: মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখুন ফেসপ্যাকের মতো। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
advertisement
5/6
*নারকেল তেল: নারকেল তেল নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। শরীরের যে অংশ বেশি রুক্ষ, তার জন্য ব্যবহার করতে পারেন নারকেল তেল।
advertisement
6/6
*অ্যালোভেরা: অ্যালোভেরার পাতা থেকেই তার রস বের করে সরাসরি মুখে মাখুন। ধোয়ার প্রয়োজন নেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Skin Care: শীতকালে রুক্ষ ত্বক নিয়ে জেরবার! কীভাবে উজ্জ্বল, তরতাজা করবেন? হাতের নাগালেই এই ৬ দুরন্ত টোটকা