Using Smartphone During Pregnancy: প্রিম্যাচিওর ডেলিভারি থেকে ক্যানসারের ছোবল! অন্তঃসত্ত্বা অবস্থায় স্মার্টফোন ব্যবহারের ফল সর্বনাশ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Using Smartphone During Pregnancy: অন্তঃসত্ত্বা অবস্থায় স্মার্টফোনের প্রভাব পড়তে পারে গর্ভস্থ ভ্রূণের উপরেও৷
advertisement
1/6

স্মার্টফোনের রেডিয়েশনকে সার্বিকভাবেই শরীরের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়৷ বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থায় স্মার্টফোনের প্রভাব পড়তে পারে গর্ভস্থ ভ্রূণের উপরেও৷
advertisement
2/6
প্রেগন্যান্সিতে অত্যধিক স্মার্টফোনের ব্যবহার প্রিম্যাচিওর ডেলিভারির আশঙ্কাও ডেকে আনে৷ গবেষণা বলছে, অন্তঃসত্ত্বা অবস্থায় মোবাইল সর্বক্ষণের সঙ্গী হলে সেই কুপ্রভাব জীবনভর থাকবে শিশুর উপর৷
advertisement
3/6
মোবাইল, ওয়াইফাই, ল্যাপটপ-সহ যে কোনও ওয়্যারলেস ডিভাইস থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নির্গত হয় তার দীর্ঘস্থায়ী কুপ্রভাব আমাদের শরীরের জিনে ও কোষে থেকে যায়৷ গর্ভবতী অবস্থায় ওয়াইফাই ও ব্লুটুথের ব্যবহারে হ্রাস টানা উচিত৷
advertisement
4/6
গর্ভবতী অবস্থায় মোবাইলের বদলে ল্যান্ডলাইন ফোন ব্যবহার করতে পারলে সবথেকে ভাল৷ দূরে থাকুন রেডিও, মাইক্রোওয়েভ, এক্স রে মেশিন থেকেও৷ ক্ষতি হতে পারে মোবাইলের টাওয়ার থেকেও৷
advertisement
5/6
রেডিয়েশনের জেরে অন্তঃসত্ত্বাদের ক্লান্তি, অনিদ্রা ও উদ্বেগ-সহ একাধিক সমস্যা দেখা দেয়৷ ক্রমাগত রেডিও তরঙ্গের উপস্থিতি অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যানসারের কারণও হতে পারে৷
advertisement
6/6
মায়ের মোবাইল ব্যবহারের ফলে শিশুরা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারে৷ তাদের মধ্যে দেখা দিতে হাইপারটেনশনের প্রভাব৷ বিঘ্নিত হয় স্মৃতিশক্তিও৷ এ ধরনের সমস্যায় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Using Smartphone During Pregnancy: প্রিম্যাচিওর ডেলিভারি থেকে ক্যানসারের ছোবল! অন্তঃসত্ত্বা অবস্থায় স্মার্টফোন ব্যবহারের ফল সর্বনাশ