Shoe Size Tells What: স্বভাব প্রেমী না স্বেচ্ছাচারী? আপনি ঠিক কেমন? জুতোর মাপই বলে দেবে জীবনের রহস্য! জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Shoe Size Tells What: ব্যক্তির হাত-পায়ের আঙুলের গঠন, নাকের গড়ন দেখেও তার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। কিন্তু আপনি কি জানেন, কোনও ব্যক্তির শ্যু সাইজও (Shoe Size Tells What) তার স্বভাব-চরিত্র ও ব্যক্তিত্বের নানান দিক তুলে ধরে?
advertisement
1/12

ঘর থেকে বাইরে পা বাড়ালে যে জিনিসটি আপনার সবসময়ের সঙ্গী সেটি হল একজোড়া জুতো। আর এই জুতা হওয়া চাই মানানসই। সুন্দর জামাকাপড় পরে যদি এক জোড়া মানানসই জুতো পায়ে না গলালেন, তাহলে কিন্তু পুরো সাজটাই মাটি। কথায় আছে, মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তার জুতোতেই।
advertisement
2/12
আবার কোনও ব্যক্তির হাত-পা ও হাত-পায়ের আঙুলের গঠন, আকার, নাকের গড়ন দেখেও তার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। কিন্তু আপনি কি জানেন, কোনও ব্যক্তির শ্যু সাইজও তার স্বভাব-চরিত্র ও ব্যক্তিত্বের নানান দিক তুলে ধরে? একদমই তাই দাবি গবেষকদের। জুতোর নম্বর দেখেই আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তিটি কেমন স্বভাবের।
advertisement
3/12
মার্কিন একটি গবেষণার ওপর ভিত্তি করে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ওই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জুতোর সাইজ বিচারে ব্যক্তিত্বের বর্ণনা দেওয়া হল প্রত্যেক ব্যক্তির।
advertisement
4/12
জুতার সাইজ ৫ নম্বর বা তার চেয়ে ছোট হলে: যাদের জুতার মাপ ৫ নম্বর অথবা তার চেয়ে ছোট, তারা সাধারণত বড় মনের মানুষ হন এমনটাই বলছে বিশেষজ্ঞদের গবেষণা। সকলকে নিজের আপন করে নেন এবং ভালোবাসেন এই মানুষেরা। এরা নিজের চারপাশের লোকেদের আনন্দে রাখেন। শুধু তাই নয়, তারা সকলের সঙ্গে ভাল ব্যবহারও করেন।
advertisement
5/12
জুতার সাইজ ৬ নম্বর হলে যাদের জুতার সাইজ ৬ নম্বর, তারা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন। যেমন মানুষেরা খুব সহজেই নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। সবাইকে আনন্দে রাখতে পারেন। এদের ভাল স্বভাবই তাঁদের সকলের মধ্যে জনপ্রিয় করে তোলে। এই ব্যক্তিরা উদার মানসিকতার হন।
advertisement
6/12
জুতার সাইজ ৭ নম্বর হলে যারা ৭ নম্বরের জুতো পরেন তারা অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান হন। এরা নিজের মূল্যবোধ জানেন। শুধু তাই নয় এই পায়ের মাপের মানুষেরা অত্যন্ত উৎসাহী ব্যক্তি হন। যে কোনও বিষয়ে দ্রুত এগিয়ে যান তাঁরা।
advertisement
7/12
জুতার সাইজ ৮ নম্বর হলে যাদের জুতোর মাপ ৮ নম্বরের হয়, তাঁরা তাদের জীবনের চ্যালেঞ্জ ও সমস্ত সমস্যার মোকাবিলা করতে ভয় পান না এতটুকুও। এনারা সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন। চ্যালেঞ্জ ছাড়া জীবনই বৃথা মনে করেন এই মানুষেরা।
advertisement
8/12
জুতার সাইজ ৯ নম্বর হলে অত্যন্ত আত্মবিশ্বাসী হন এই ব্যক্তিরা। অন্যের সমালোচনায় এদের কিছু যায় আসে না। এরা কোনও ঝামেলায় জড়ান না। অন্যের বিষয় নাক গলাতেও পছন্দ করেন না এই ব্যক্তিরা।
advertisement
9/12
জুতার সাইজ ১০ নম্বর হলে যাদের জুতোর মাপ ১০ নম্বর, তাঁরা কেবলমাত্র নিজের মনের কথা শুনে চলেন। এই জাতীয় ব্যক্তিদের নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল। তারা অন্যদের কথায় চলতে পছন্দ করেন না। কখন কী কাজ করবেন, তা কেউ বলে দিক তা একেবারেই পছন্দ করেন না এঁরা।
advertisement
10/12
জুতার সাইজ ১১ নম্বর হলে এই নম্বরের জুতা পরা ব্যক্তিরা সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে বলে মনে করা হয়। এরা কঠোর পরিশ্রম করেন। পার্টি করা, বেশি রাত পর্যন্ত ঘোরা, নিজের মতো করে জীবনযাপন করা পছন্দ করেন খুব। তবে জীবনে কোনও কিছুর জন্য অনুতাপ করেন না তারা।
advertisement
11/12
জুতার সাইজ ১২ নম্বর হলে এই ব্যক্তিরা অত্যন্ত শান্তিপ্রিয় হন। অস্বাভাবিক পরিস্থিতি এড়িয়ে চলতে চান। একবার কারও সঙ্গে বন্ধুত্ব করলে, সারাজীবন সেই বন্ধুত্ব পালন করার চেষ্টা করেন। এ ছাড়াও এরা খুব প্রকৃতিপ্রেমী হন।
advertisement
12/12
জুতোর সাইজ ১৩ নম্বর হলে সকলের সঙ্গে ভাল ব্যবহার করেন এই জুতোর মাপের মানুষেরা। অনেকেই তাদের জীবনের সমস্যা সমাধানের পরামর্শ নিতে এদের কাছে আসেন। এরা অত্যন্ত সৎ হন। যেকোনও পরিস্থিতিতে স্থির থাকার পরামর্শ দেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shoe Size Tells What: স্বভাব প্রেমী না স্বেচ্ছাচারী? আপনি ঠিক কেমন? জুতোর মাপই বলে দেবে জীবনের রহস্য! জানুন...