Shiuli Flower Benefits: বাতের ব্যথা? রক্তের প্লেটলেট কমছে? অবসাদ? বহু জটিল রোগে দূর হবে এই গাছের ফুল ও পাতায়!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Shiuli Flower Benefits: শিউলি গাছের পাতা থেকে ফুল শরীরের বহু জটিল রোগ দূর করতে পারে! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

শিউলি একটি অতি সুন্দর এবং ঔষধি ফুল গাছ। এর সুন্দর সাদা ফুলের শীতল এবং শান্ত সুবাস অনেকেই পছন্দ করেন। এর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই উচ্চে।
advertisement
2/5
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, "মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস করার জন্য অ্যারোমাথেরাপিতে শিউলির তেল ব্যবহার করা হয়। মস্তিষ্কে সেরোটোনিন'এর মাত্রা বৃদ্ধি পায় এবং মেজাজ নিয়ন্ত্রণ করে।"
advertisement
3/5
শিউলি পাতার রস খেলে ম্যালেরিয়ার উপসর্গগুলি হ্রাস পায়, দেহ থেকে ম্যালেরিয়ার প্যারাসাইটগুলি নষ্ট হয়, রক্তের প্লেটলেট'এর সংখ্যা বৃদ্ধি পায় এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকে।
advertisement
4/5
খালি পেটে শিউলি ফুলের রস খেলে কফের সমস্যা দূর হয়। এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে। চাইলে এক চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
advertisement
5/5
বাতের ব্যথা বা কোমরের ব্যাথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাঁরা এই ফুল বেটে তার রস দিয়ে খালি পেটে পান করলে নিমেষেই দূর হবে রোগ ব্যাধি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shiuli Flower Benefits: বাতের ব্যথা? রক্তের প্লেটলেট কমছে? অবসাদ? বহু জটিল রোগে দূর হবে এই গাছের ফুল ও পাতায়!