পুরুষত্বহীনতা ও শারীরিক দুর্বলতা দূর করতে অত্যন্ত কার্যকরী এই গাছ, দূর করে হরেক ব্যাধি, রয়েছে হাতের কাছেই, নাম জানতেন আগে?
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Saptaparni Health Benefits: গাছটি তেমন দুর্লভ নয়, থাকতে পারে অনেকের বাড়িতেও। একেই আমরা চলতি বাংলায় ছাতিম নামে ডেকে থাকি।
advertisement
1/5

আমাদের চারপাশে এমন অনেক ঔষধি গাছ রয়েছে যা আমাদের অনেক রোগ সারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এগুলি যেমন সহজলভ্য, তেমনই প্রচুর পরিমাণে আমাদের বাড়িতেই উৎপাদন করা যায়। আজ আমরা এখানে যে ঔষধি গাছের কথা বলতে যাচ্ছি তা থেকে মানুষ অনেক উপকার পেতে পারেন।
advertisement
2/5
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই গাছে ফুল ফোটে। গাছের নাম সপ্তপর্ণী। সংস্কৃত নাম, অর্থ সপ্ত পর্ণের সমাহার। সহজ ভাবে বললে, একসঙ্গে সাতটি পাতা থাকে। এই নামে ডাকলে অনেকেই হয়তো চিনে উঠতে পারবেন না। কিন্তু এর সুগন্ধ পথে যাতায়াতের সময়ে আমরা অনেকেই পেয়েছি। গাছটি তেমন দুর্লভ নয়, থাকতে পারে অনেকের বাড়িতেও। একেই আমরা চলতি বাংলায় ছাতিম নামে ডেকে থাকি।
advertisement
3/5
ছাতিমের ডালে দুধের মতো একধরনের উপাদান থাকে, যাকে পোশাকি ভাষায় বলা হয় তরুক্ষীর, ইংরেজিতে অ্যালকালয়েড। এই তরুক্ষীর এমনিতে বিষাক্ত, কিন্তু নির্দিষ্ট মাত্রায় যদি ব্যবহার করা হয়, তাহলে তা খুবই উপকারী ওষুধে পরিণত হয়। এই কারণেই নানা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে সপ্তপর্ণী বা ছাতিমের আজও বহুল ব্যবহার রয়েছে আমাদের এই দেশে।
advertisement
4/5
এই গাছে ছোট সবুজ ও সাদা রঙের ফুল হতে দেখা যায়। আজও দেশের অনেক জায়গায়, বিশেষ করে মধ্যপ্রদেশের দামোহ জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই ঔষধি গাছ দেখা যায়। এই উদ্ভিদের বিশেষত্ব হল এটি একটি শক্তিশালী ঔষধি গুণের অধিকারী এবং এতে বিশেষ সুবাস আছে। তবে এই উদ্ভিদ হিমালয় অঞ্চলেও পাওয়া যায়।
advertisement
5/5
এই গাছটি আয়ুর্বেদিক, সিদ্ধ ও ইউনিনী চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়। এর ব্যবহারে অনেক রোগ নিরাময় হয়। এই গাছের সাহায্যে শরীরের দুর্বলতাও দূর করা যায়। এছাড়াও কোনও খোলা ক্ষত স্থান দিয়ে রক্তপাত হলেও এটি দিয়ে সারানো যায়। পুরুষত্বহীনতা এবং জন্ডিসের মতো সমস্যাও এই গাছের সাহায্যে নিরাময় করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পুরুষত্বহীনতা ও শারীরিক দুর্বলতা দূর করতে অত্যন্ত কার্যকরী এই গাছ, দূর করে হরেক ব্যাধি, রয়েছে হাতের কাছেই, নাম জানতেন আগে?