Sabudana Payes Recipe: এলাচগুঁড়ো, ঘি, কাজুবাদাম, কিশমিশের পাকে দুধ জ্বাল দিয়ে বাড়িতে সহজেই বানান সাবুর পায়েস, রইল চটজলদি রেসিপি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Sabudana Payes Recipe: পায়েস খেতে খুবই ভালে লাগে আপনার।জন্মদিন হোক বা সাধের অনুষ্ঠান সব ক্ষেত্রেই পায়েস লাগে। এবার এই পায়েস তৈরি করুন সাবুদানা দিয়ে।
advertisement
1/6

পায়েস খেতে খুবই ভালে লাগে আপনার।জন্মদিন হোক বা সাধের অনুষ্ঠান সব ক্ষেত্রেই পায়েস লাগে। এবার এই পায়েস তৈরি করুন সাবুদানা দিয়ে।
advertisement
2/6
অনেকেরই চালের পায়েস খেলে সমস্যা হয়। তাঁদের জন্য তো এই সাবুর পায়েস ভীষণ ভাল একটি জিনিস। এই পায়েস তৈরির জন্য প্রধান উপকরণ হিসাবে লাগবে সাবু।
advertisement
3/6
সাবুদানার পায়েস বানাতে চিনি, দুধ, এলাচ গুঁড়ো, ঘি, কাজুবাদাম, কিশমিশ, আমন্ড, এলাচ এগুলি সংগ্রহ করতে হবে। এরপর বড় দানার সাবু কড়াইয়ে ড্রাই রোস্ট করতে হবে।
advertisement
4/6
ড্রাই রোস্ট করা সাবু জল দিয়ে ধুয়ে এবার একটি বড় পাত্রে রাখতে হবে। এরপর সেগুলি দুধ দিয়ে ঢেলে ফোটাতে হবে। মাঝারি আঁচে এটি ফোটাতে হবে।
advertisement
5/6
অন্যদিকে একটি কড়াই গরম করে তাতে ঘি দিয়ে গরম করে নিন। এবার তাতে কাজুবাদাম, আমন্ড ও কিশমিস দিয়ে ভাজুন।
advertisement
6/6
দুধের মধ্যে সাবু ফুটে গেলে তাতে এই ভেজে রাখা বাদামগুলি দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা করে ফ্রিজে রেখে খান। শেষপাতে পরিবেশন করতেই পারেন এই পদ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sabudana Payes Recipe: এলাচগুঁড়ো, ঘি, কাজুবাদাম, কিশমিশের পাকে দুধ জ্বাল দিয়ে বাড়িতে সহজেই বানান সাবুর পায়েস, রইল চটজলদি রেসিপি