Russia Ukraine War: বোতল বোতল মদ ফেলা হচ্ছে নর্দমায়! ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বিপাকে ভদকা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Russia Ukraine War: ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রতিবাদে নিজেদের পানশালা থেকে নাকি সমস্ত রাশিয়ান ভদকা (Vodka) ফেলে দিয়েছেন আমেরিকা-কানাডার বহু বার মালিক।
advertisement
1/6

ইউক্রেন ও রাশিয়ার পরিস্থিতি অগ্নিগর্ভ। আর এই পরিস্থিতিতে যুদ্ধের (Russia-Ukraine War) মাশুল গুনতে হচ্ছে রাশিয়ান পানীয় ভদকাকে! ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রতিবাদে নিজেদের পানশালা থেকে নাকি সমস্ত রাশিয়ান ভদকা (Vodka) ফেলে দিয়েছেন আমেরিকা-কানাডার বহু বার মালিক। যুদ্ধবিরোধী মনোভাবের বার্তা দিয়েই রুশ ভদকাও বর্জন করছেন অনেকেই।
advertisement
2/6
যা হয় বিশ্বে, তার প্রায় সবই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি রাশিয়ার সামরিক অভিযানের পরেই ট্যুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেল, ভারমন্টের এক বারকর্মী রাশিয়ার জনপ্রিয় ভদকা স্টোলিচানায়ার বোতল খুলে তা নর্দমায় ফেলে দিতে দিতে বলছেন, “দুঃখিত, আমরা রাশিয়ার জিনিস বিক্রি করি না।”
advertisement
3/6
অন্যদিকে, রাশিয়ায় তৈরি মদ বেচা বন্ধের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine Crisis) তৈরি মদের বিক্রিতে জোর দিয়েছে বার মালিকরা। একই সঙ্গে রাশিয়ান মদ ও অন্যান্য সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে ওহিও এবং নিউ হ্যাম্পশায়ারের প্রশাসন। কানাডায় ওন্টারিওর মদ বিক্রি নিয়ন্ত্রক বোর্ডও জানিয়ে দিয়েছে, তাদের বিভিন্ন স্টোরে থাকা রাশিয়ান মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
advertisement
4/6
মিশিগানের বব’স বারের মালিক বব কিউয়ের কথায়, “আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমি ভাবলাম, আমিও আমার মতো করে রাশিয়ার মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপাই। তাই আমার দোকানের তাকে যত সোভিয়েত ব্র্যান্ড স্টোলিচানায়ার বোতল ছিল সব বের করে দিয়েছি। সেই জায়গায় রেখেছি ইউক্রেনের ভেক্টরের বোতল। আর সেই বোতলের উপর ‘সাপোর্ট ইউক্রেন’ বলে লিখে রেখেছি।” ফেসবুকে বব এই মদ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করতেই তাঁর বারে ইউক্রেন সমর্থকদের ভিড় উপচে পড়ছে।
advertisement
5/6
রাশিয়ান বংশোদ্ভূত শিল্পপতি ইয়ুর শেলফারের ভদকা সংস্থা স্টোলির তৈরি স্টোলিচানায়াকে আমেরিকানদের একাংশ বয়কট করতেই তাদের ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হয়। লেখা হয়, “ইউরোপে শান্তি রক্ষার পক্ষে স্টোলি গোষ্ঠী। ইউক্রেনবাসীর সঙ্গে একতা বজায় রাখার পক্ষেও তারা।”
advertisement
6/6
পাশাপাশি সাউথ ক্যারোলিনার ইন্ডিয়ান ল্যান্ডে দ্য সাদার্ন স্পিরিটস নামের বারের জেনারেল ম্যানেজার ড্রিউ পোদ্রেবারাক জানালেন, “রাশিয়ান মদের ব্র্যান্ড বিক্রি বন্ধ করে ইউক্রেনের কোজাক ভদকা শেলফে রাখতেই হু হু করে বিক্রি বেড়ে গিয়েছে। আশানুরূপ বিক্রিও হচ্ছে।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Russia Ukraine War: বোতল বোতল মদ ফেলা হচ্ছে নর্দমায়! ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বিপাকে ভদকা!