Dandruff Treatment: খুশকিতে মাথার চুল উঠে সাফ? পুরনো দিদিমা-ঠাকুমার আমলের ঘরোয়া উপায়ে পান লম্বা-ঘন চুল
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Hooghly News: দেখতে খারাপ লাগার পাশাপাশি খুশকির জেরে ব্যাহত হয় চুলের স্বাস্থ্যও। বাজারচলতি শ্যাম্পু না কিনে ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যার সমাধান করুন এতে খুশকি দূর হবে। চুলও ভাল থাকবে।
advertisement
1/6

সারা বছর খুশকির সমস্যায় জেরবার থাকেন অনেকেই। শীতকালে তাঁদের বিব্রত হওয়ার পালা আরও বেড়ে যায়।চুল আঁচড়াবার সময় চিরুনি তো বটেই, খুশকির হাত থেকে রেহাই পায় না জামাকাপড় বা বালিশও। দেখতে খারাপ লাগার পাশাপাশি খুশকির জেরে ব্যাহত হয় চুলের স্বাস্থ্যও। বাজারচলতি শ্যাম্পু না কিনে ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যার সমাধান করুন এতে খুশকি দূর হবে। চুলও ভাল থাকবে। (Suvojit ghosh)
advertisement
2/6
নারকেল তেল ও ক্যাস্টর অয়েল: প্রতি দিন রাতে নারকেল তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন। আঙুলের ডগায় তেল নিয়ে ভাল করে মাসাজ করুন চুলে। এর পর চুল বেঁধে শুয়ে পড়ুন। পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিন দিন এমন করলেই খুশকি কমবে উল্লেখযোগ্য ভাবে।
advertisement
3/6
পাতিলেবুর রস ও জল:লেবুর সাইট্রিক অ্যাসিড মাথার পিএইচ-এর ভারসাম্য রক্ষা করে। মাথার অতিরিক্ত তেল বার করে দিতেও এটি খুবই কার্যকর। মাথায় পাতিলেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পর সেই রস মেশানো জল দিয়েই ধুয়ে ফেলুন তা। এর পর খুশকি তাড়াতে পারে এমন কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
advertisement
4/6
কলার প্যাক:একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও পাতিলেবুর রস। এগুলি মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এর পর একটি কাপে অল্প অ্যালো ভেরার রস নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর আবার ভাল করে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।
advertisement
5/6
ভিনিগার:আপনি চাইলে শ্যাম্পু করার পর এক চামচ ভিনিগার নিয়ে জলে ভালকরে মিশিয়ে ধুয়ে ফেলুন আপনার চুল। তাতেও খুশকি দূর হয়ে যাবে। মনে রাখবেন, ভিনিগার এক চামচের বেশি যেন না পড়ে জলে।
advertisement
6/6
টক দই:খুশকি দূর করতে টক দইয়ের ব্যবহার করতে পারেন আপনি। দই নিয়ে মাথার ত্বক থেকে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল। কিছুদিন এই পদ্ধতি মেনে চললে দূর হয়ে যাবে খুশকি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dandruff Treatment: খুশকিতে মাথার চুল উঠে সাফ? পুরনো দিদিমা-ঠাকুমার আমলের ঘরোয়া উপায়ে পান লম্বা-ঘন চুল