TRENDING:

Relationship Tips: সঙ্গীকে আর আগের মতো ভালো লাগে না? সম্পর্কটি বাঁচাতে চাইলে খানিক বিরতি নিন!

Last Updated:
সাম্প্রতিক কালে প্রেম-সম্পর্ক বিশেষজ্ঞরা কিন্তু এমনই টিপস দিচ্ছেন (Relationship Tips)।
advertisement
1/7
সঙ্গীকে আর আগের মতো ভালো লাগে না? সম্পর্কটি বাঁচাতে চাইলে খানিক বিরতি নিন!
কবীর সুমনের গানে রয়েছে, প্রথমত আমি তোমাকে চাই... শেষ পর্যন্তও তোমাকে চাই। দ্বিতীয়, তৃতীয় একাধিক কারণের পর শেষ পর্যন্তও চাওয়ার কথা বলেছেন গায়ক। কিন্তু সব সম্পর্কে (Relationship Tips) এমনটা নাও হতে পারে। কখনও কখনও সম্পর্ককে বাঁচানোর জন্যই সেই সম্পর্ক থেকে বিরতি নেওয়া উচিত। আর বিরতি মানে কিন্তু বিচ্ছেদ নয় (Relationship Tips)। সাম্প্রতিক কালে প্রেম-সম্পর্ক বিশেষজ্ঞরা কিন্তু এমনই টিপস দিচ্ছেন (Relationship Tips)।
advertisement
2/7
কী কী কারণে এমন বিরতি প্রয়োজন হয়ে পড়ে? কোন লক্ষণগুলি দেখলে আপনার সম্পর্ক থেকে খানিক বিরতি নেওয়া উচিত? বিরতির মধ্য দিয়ে নিজের সম্বন্ধে ধারণা পাওয়া যায়, সঙ্গী ও সম্পর্কের প্রতি টান বাড়ে। সম্পর্কে থাকা নানা ভুল ত্রুটিও সংশোধন করা যায়। সম্পর্ক পুনরায় চাঙ্গা হয়। তবে সঙ্গীর সঙ্গে ক'টাদিন বিরতি নিতে কিছু কৌশল অবলম্বন করা উচিত। যাতে কারও মনে কোনও রকম সংশয় না থাকে। কী ভাবে বুঝবেন, সম্পর্ক থেকে এবার একটু বিরতি নেওয়া দরকার?
advertisement
3/7
সব সময় ঝগড়া: যে কোনও সম্পর্কে ঝগড়া একটি অম্লমধুর ব্যাপার। অনেক সময় ঝগড়া থেকেই শুরু হয় রোমাঞ্চ মুহূর্ত। কিন্তু দেখা গেল, সারাক্ষণ ঝগড়া লেগে আছে আপনাদের মধ্যে, প্রতিদিন অহেতুক তর্কে-বিতর্কে জড়াচ্ছেন। ছোটোখাটো বিষয়েও মতবিরোধ হচ্ছে দুজনের মধ্যে। তার মানে, সম্পর্ক নিয়ে নতুন করে বোঝাপড়া করার সময় এসেছে।
advertisement
4/7
আকর্ষণ না করা: অনেক সময় স্বামী বা স্ত্রীর প্রতি অনাসক্তি তৈরি হয়। পরস্পরের প্রতি মনোযোগ হারিয়ে ফেলেন। একসঙ্গে একান্ত সময় কাটাতেও আগ্রহ কাজ করছে না। এর মানে আপনাদের সম্পর্কে বা দাম্পত্য জীবন নিস্প্রভ হয়ে পড়েছে। এ ক্ষেত্রে কিছুদিনের জন্য দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন-সেটি একা বা যুগল দুভাবেই হতে পারে।
advertisement
5/7
মনযোগহীনতা: একটি সুন্দর সম্পর্কে ভালোবাসা, ঝগড়া এবং পরস্পরের মান ভাঙানো খুব জরুরি। অনেক সময় দেখা যায়, যদি সঙ্গী রাগ-অভিমান করে থাকলেও আপনার কিছুই যায় আসে না। তার মানে সঙ্গীর প্রতি আপনি মনোযোগ হারিয়ে ফেলছেন। প্রিয়জনের সমস্যাকে গুরুত্ব না দিলে স্বাভাবিকভাবেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।
advertisement
6/7
নিজস্বতা হারানো: একটি সম্পর্ক মানে পরস্পরের প্রতি নির্ভরশীলতা, তার মানে এ নয় যে নিজেকে ভুলে যেতে হবে। নিজের খেয়াল-খুশি, পছন্দ-অপছন্দকেও গুরুত্ব দিতে হবে। পরস্পরের সব বিষয়ে নাক গলানোর বিষয়টাও থাকলো না তখন। এতে সম্পর্কে হাঁপিয়ে উঠবেন না।
advertisement
7/7
অনিশ্চিত ভবিষ্যত্‍: প্রেমের সম্পর্কে ভবিষ্যত্‍ নিয়ে দুশ্চিন্তা থাকবেই। এ নিয়ে থাকে নানা অনিশ্চয়তাও। তখন কিছুটা অনীহা কাজ করে সম্পর্কে। নিজে বা আপনার সঙ্গী আদৌ সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক কী না-এমন ভাবনা কাজ করে। এমন পরিস্থিতিতে সম্পর্কে এগিয়ে নেওয়াটা কঠিন হয়ে পড়ে। সে ক্ষেত্রে কিছুদিন বিরতি নিতে পারেন, একটু সময় নিয়ে আবার শুরু করলেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Tips: সঙ্গীকে আর আগের মতো ভালো লাগে না? সম্পর্কটি বাঁচাতে চাইলে খানিক বিরতি নিন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল