TRENDING:

Relationship Tips: মানসিক ভাবে কোণঠাসা করতে পার্টনার প্রয়োগ করে এই অস্ত্রগুলো, সতর্ক হন এখনই

Last Updated:
যা এখনই সনাক্ত করতে পারলে ভবিষ্যতের জীবন আরও সুন্দর হতে পারে।
advertisement
1/6
মানসিক ভাবে কোণঠাসা করতে পার্টনার প্রয়োগ করে এই অস্ত্রগুলো, সতর্ক হন এখনই
ভালোবাসার সম্পর্কে ইমোশনাল ম্যানিপুলেশন বা মানসিক ভাবে কোণঠাসা করাটা মোটেও সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। সম্পর্কের ক্ষেত্রে মানসিক শোষণের জন্য কিছু কৌশল ব্যবহার করতে পারে পার্টনার। যা এখনই সনাক্ত করতে পারলে ভবিষ্যতের জীবন আরও সুন্দর হতে পারে।
advertisement
2/6
গ্যাসলাইটিং - এই গ্যাসলাইটিং শব্দ ব্যবহার করার কারণ হল সম্পর্কে আগুন লাগাতে কাজে আসে পার্টনারের কিছু শোষণ করার মানসিকতা। ভালোবাসার সম্পর্কে কোনও পার্টনার যদি অপর জনকে সব সময়ে সব বিষয়ে প্রশ্ন করতে থাকে, তাহলে বুঝে নিতে হবে কিছু একটা গণ্ডগোল আছে। এই লক্ষণের মানে এক জন অপর জনকে বুঝিয়ে দিতে চাইছে যে সে ভুল। তার নেওয়া সিদ্ধান্তে ভুল রয়েছে। এটা যদি বেশির ভাগ সময়ে হতে থাকে তাহলে তখনই সাবধান হতে হবে।
advertisement
3/6
কথার জাল - ইমোশনাল ব্ল্যাকমেলাররা বেশিরভাগ সময়েই কথার জালে সঙ্গীকে ফাঁসানোর চেষ্টা করে। দেখা যায় হয় তো কোনও বড় ভুল নয় ব্যাপারটা কিন্তু তারা বোঝানোর চেষ্টা করে এটা অনেক বড় একটা ভুল এবং তারা তাদের সঙ্গীকে ক্ষমা করে দিয়েছে। এই লক্ষণগুলি নজরে রাখা ভালো।
advertisement
4/6
হুমকি দেওয়ার প্রবণতা - কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, পার্টনার অপরজনকে নানাভাবে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিচ্ছে। অথচ আবার স্নেহসুলভ ভাবে পাশে থাকার কথাও বলছে। এই কৌশল হতে পারে পার্টনারের একটা চালাকি। কারণ, সে জানে প্রত্যেকে ভালোবাসা এবং স্নেহ চায়। কখনই, ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাক সেটা চায় না। তাই হুমকির অছিলায় কোনও উদ্দেশ্য সফল করার লক্ষ্যে থাকতে পারে সে।
advertisement
5/6
ইমোশনাল ব্ল্যাকমেল - ইমোশনাল ব্ল্যাকমেলিং হল এমন মানুষদের প্রধান অস্ত্র। যেখানে কৌশলে নিজের করা দোষ সঙ্গীর ওপর চাপিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। যা মোটেও ভালো লক্ষণ নয়। এমন সম্পর্ক থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসা মঙ্গল।
advertisement
6/6
গায়ে হাত তোলার প্রবণতা - এমন মানুষেরা গায়ে হাত পর্যন্ত ওঠাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে জোরে কথা বলা, ছোট করার পাশাপাশি মানসিক ও শারীরিক নির্যাতন করে থাকে। অনেক ক্ষেত্রে, ইচ্ছাকৃত ভাবে দোষারোপ করা, অপবাদ দেওয়া, নিজেদের ভিতরের কথা বাইরে সবাইকে জানিয়ে দেওয়ার মতো কাজ করে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Tips: মানসিক ভাবে কোণঠাসা করতে পার্টনার প্রয়োগ করে এই অস্ত্রগুলো, সতর্ক হন এখনই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল