advertisement
1/8

সিংহ রাশির মানুষদের সঙ্গে পেরে ওঠা বেশ কঠিন৷ এটা বোধহয় সকলেই এক বাক্যে স্বীকার করবেন৷ সিংহ রাশির সঙ্গে যারা ঘর করেছেন বা সম্পর্কে গিয়েছেন তারা এই সমস্যাগুলোয় অবশ্যই পড়েছেন৷
advertisement
2/8
সিংহ রাশিদের ব্যক্তিত্ব তাদের সঙ্গীদের ব্যক্তিত্বকে ছাপিয়ে যায়৷ এরা সবসময়ই অন্যদের দাবিয়ে রাখতে পছন্দ করেন৷
advertisement
3/8
বিলাস-ব্যসন, বৈষয়িক জিনিসের প্রতি আপনার ভালবাসা চরম৷ সম্পর্কের থেকে এগুলোই আপনার কাছে বেশি মূল্যবান৷
advertisement
4/8
আপনি সব সময় সঙ্গীর মনযোগ আকর্ষণ করতে চান৷ ভাবেন আপনাকে নিয়েই তিনি ভাববেন সারাদিন৷ কিন্তু নিজে কাউকে সেই গুরুত্ব দিতে চান না৷
advertisement
5/8
আপনি আপনার ব্যবহার, ব্যক্তিত্ব, চাহিদা, সব কিছু নিয়েই সঙ্গীকে সব সময় চাপে রাখেন৷
advertisement
6/8
আপনি বেশ স্বার্থপর মানুষ এবং মাঝে মাঝে তা মাত্রা ছাড়িয়ে যায়৷ যখন আর কারও কথাই আপনি ভাবেন না৷
advertisement
7/8
আপনি খুবই দাম্ভিক মানুষ৷ যে কারণে মনুষ্যত্ব হারিয়ে ফেলেন৷
advertisement
8/8
আপনি একটু বেশিই রিঅ্যাক্ট করে ফেলেন৷ কখনও সখনও যা বেশ ক্ষতিকারক হয়ে ওঠে নিজের এবং সঙ্গীর জন্যও৷