TRENDING:

সেক্সের সময় এগুলো বলেন? একবার বলেই দেখুন, আনন্দ বেড়ে যাবে দ্বিগুণ

Last Updated:
advertisement
1/6
সেক্সের সময় এগুলো বলেন? একবার বলেই দেখুন, আনন্দ বেড়ে যাবে দ্বিগুণ
আপনারা দুজন কি মিলেনর সময় চুপ করে থাকেন? নাকি কথা বলেন? সেক্সের সময় ডার্টি টক কি উত্তেজনা বাড়িয়ে তোলে? অনেকেরই এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হলেও লজ্জা পান৷ আনন্দ উপভোগ করতে হলে লজ্জা পেলে চলবে না৷ জেনে নিন কীভাবে ডা৪টি টক সেক্স করে তোলে আরও উপভোগ্য়৷
advertisement
2/6
সম্পর্কের প্রথম দিকে সেক্স শুধু অনুভব করতেই ভালবাসেন কাপলরা৷ সেই সময় কথা বলতে অনেকেই ভালবাসেন না৷ কিন্তু সম্প৪ক পুরনো হলে সেক্সও একঘেয়ে হয়ে ওঠে৷ তখন গন্দি বাত সেক্স করে তুলতে পারে দারুণ উপভোগ্য়৷
advertisement
3/6
সেক্সের সময় ডার্টি টক করতে করতেই আবিষ্কার করে ফেলতে পারেন আপনার পার্টনারের একেবারে নতুন একটা দিক৷ আপনাদের মধ্য়ে গড়ে উঠতে পারে রসবোধের নতুন সমীকরণ৷ এতে শুধু আপনাদের সম্পর্ক পেতে পারে নতুন মাত্রা৷
advertisement
4/6
ডার্টি টক কাজ করে ফোর প্লে-র৷ যদি আপনি জমিয়ে ডার্টি টক করতে এক্সপার্ট হন তাহলে ফোর প্লে ছাড়াই সঙ্গীকে উত্তেজিত করে তুলতে পারেন৷
advertisement
5/6
শুধু যে সেক্সের সময়ই ডার্টি টক করতে পারেন তাই নয়৷ সঙ্গীকে উত্তেজিত করত ঘুরতে ফিরতে যেকোনও সময় ফিসফিস করে বা ডার্টি টকের মাধ্য়মে সেক্সটিংও করতে পারেন৷ নতুন প্রাণ পাবে আপনাদের সম্পর্ক৷
advertisement
6/6
তবে ডার্টি টক যেমন সেক্স লাইফ উপভোগ্য় করে তুলতে পারে৷ তেমনই হিতে বিপরীত ফলও হতে পারে৷ যদি আপনার সঙ্গী একটু রক্ষণশীল হন তাহলে তিনি পছন্দ নাও করতে পারেন৷ সেক্ষেত্রে আর দ্বিতীয় বার এই পথে হাঁটবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/Relationship/
সেক্সের সময় এগুলো বলেন? একবার বলেই দেখুন, আনন্দ বেড়ে যাবে দ্বিগুণ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল