TRENDING:

Relationship Advice: সাবধান! দম্পতির মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক? একে অপরের মধ্য কথা প্রায় নেই, রুমমেট সিন্ড্রোমে ভুগছেন না তো! জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:
একই বাড়িতে থাকার সময় যদি প্রয়োজন ছাড়া কথা-বার্তা কমে যায়৷ একে অপরের অনেক বিষয়ে অজানা থেকে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে, এই সিন্ড্রোম শুরু হয়ে গিয়েছে৷
advertisement
1/6
সাবধান! দম্পতির মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক? রুমমেট সিন্ড্রোমে ভুগছেন না তো!
একসঙ্গে থাকছেন ঘরে৷ সম্পর্কও বেশ ভাল৷ ঝগড়া-ঝাটির ঝুট-ঝামেলা নেই৷ মি-টাইমের ছড়াছড়ি৷ কিন্তু তবু কিছু যেন নেই৷ এক অদ্ভুত কিছু খচখচ করছে মনের মধ্যে৷ তাহলে সঙ্গীর বদলে রুমমেটের মতোই খালি থেকে যাচ্ছেন না তো?
advertisement
2/6
দেখুন সম্পর্কের ভিত অবশ্যই বন্ধুত্ব৷ কিন্তু তা বলে ভালবাসা নামক বস্তুটু একেবারে কর্পুরের মতো উবে গেলে তো সমস্যা৷ আসলে একে অপরের সঙ্গে থাকতে থাকতে, প্রত্যেকেই নিজের মতো মি টাইম খুঁজে বের করে নেয়৷ তখন তাঁদের মধ্যে শুরু হয় দৈনন্দিন রুটিন ও দায়িত্ব বোধের বন্ধন৷ একে অপরের ভাল লাগা, পছন্দ, খারাপ লাগা, সমস্যা, মন খারাপ সম্বন্ধে অবগতই থাকে না৷ কেবল তাঁরা একসঙ্গে থাকার দরুণ প্রয়োজনীয় কিছু কথাটুকু বলে৷ এর বাদে আর কিছু নয়, তা হলে কিন্তু ঘোরতর সমস্যা৷ এই উপসর্গগুলোকেই বৈজ্ঞানিক ভাষায় বলা হয় রুমমেট সিন্ড্রেোম৷
advertisement
3/6
যদি একই বাড়িতে থাকার সময় একে অপরের কোনও প্রয়োজন অনুভব না করেন, একটু বেশিই সেল্ফ ডিপেন্ডেন্ট সে ক্ষেত্রে আপনারা এর শিকার৷ ধরা যাক, আপনার জ্বর হয়েছে৷ কিন্তু আপনি তাও সঙ্গীর উপস্থিতি, তাঁর যত্নের অভাব বোধ করছেন না৷ সে ক্ষেত্রে চিন্তা ভাবনা করুন, এই অতি অাত্ম নির্ভরতা সম্পর্কের খারাপ হওয়ার নিদর্শন নয় তো৷
advertisement
4/6
সঙ্গীর মধ্যে শারীরিক-মানসিক দুই-ই সম্পর্ক থাকবে৷ কিন্তু যদি এই শারীরিক সম্পর্ক যদি বাধ্যবাধকতা মনে হয়, রুটিন হয়ে ওঠে, সেক্ষেত্রে ‘রুমমেট সিন্ড্রোম’এ আক্রান্ত হতে পারেন৷ এক্ষেত্রে ভালবাসার বদলে শারীরিক মিলনও দায়িত্ববোধ বলে মনে হয়৷
advertisement
5/6
একই বাড়িতে থাকার সময় যদি প্রয়োজন ছাড়া কথা-বার্তা কমে যায়৷ একে অপরের অনেক বিষয়ে অজানা থেকে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে, এই সিন্ড্রোম শুরু হয়ে গিয়েছে৷ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে কেউ কারওর সঙ্গে পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না৷ তখনও বুঝতে হবে, এই রকম সমস্যা হচ্ছে৷
advertisement
6/6
এ প্রসঙ্গে রিলেশনশিপ প্রশিক্ষক জেভিকা শর্মা জানিয়েছেন, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কমিউনিকেশন খুব জরুরি৷ কোনও কারণ ছাড়াই প্রথমবার কথা শুরু করে দিন৷ এতেই অর্ধেক সমস্যা দূর হয়৷ একে অপরের অনুভূতি প্রকাশ না করে বুঝতে শিখুন৷ আত্ম নির্ভর হওয়া ভাল, কিন্তু একে অপরের অভাবটুকুও উপলব্ধি না করা কিন্তু সম্পর্কের খারাপ হওয়ারই নামান্তর৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Advice: সাবধান! দম্পতির মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক? একে অপরের মধ্য কথা প্রায় নেই, রুমমেট সিন্ড্রোমে ভুগছেন না তো! জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল