TRENDING:

Red Banana vs Yellow Banana: লাল নাকি হলুদ কলা-কিডনির পাথর থেকে পাইলস রোধে কোনটা বেশি উপকারী? জানুন সত্যিটা

Last Updated:
Red Banana vs Yellow Banana: জানেন কি সারা বিশ্বে ১ হাজারেরও বেশি কলার রকমফের হয়। সেরকমই এক ধরনের কলা হল লাল রঙের কলা।
advertisement
1/12
হলুদ কলা নয়! কিডনির পাথর ও পাইলস দূর করতে খান এই বিশেষ রঙের কলা
কলা বললেই আমরা সাধারণত বুঝি উজ্জ্বল হলুদ রঙের ফল। কিন্তু জানেন কি সারা বিশ্বে ১ হাজারেরও বেশি কলার রকমফের হয়। সেরকমই এক ধরনের কলা হল লাল রঙের কলা।
advertisement
2/12
মূলত ভারত-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার ফল হলেও আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে পাওয়া যায় লাল খোসার কলা।
advertisement
3/12
ভারতের কর্নাটকের নানা জেলায় লাল কলার চাষ হয়। কর্নাটকের কমলাপুর জেলার লাল কলাকে গুণমানে সেরা বলে মনে করা হয়।
advertisement
4/12
হলুদ রঙের কলার তুলনায় লাল কলা অনেক বেশি পুষ্টিকর বলে মনে করেন ডক্টর স্মিতা বরোদে।
advertisement
5/12
মিষ্টত্ব ও গন্ধে হলুদ কলার থেকে লাল কলা বেশি সুস্বাদু। অ্যাসিডিটি হওয়ার আশঙ্কাও কম লাল কলায়।
advertisement
6/12
হলুদ কলার তুলনায় কম জনপ্রিয় এই লাল কলা খেতে হবে টসটসে পাকা অবস্থায়। না হলে এর স্বাদ ভাল লাগবে না।
advertisement
7/12
ফাইবার ভরপুর লাল কলায় ক্যালোরির পরিমাণ খুব কম। একবার খেলে দীর্ঘ ক্ষণ খিদে পায় না। তাই ডায়েটিং করলে অবশ্যই লাল কলা খান।
advertisement
8/12
লাল কলার পটাশিয়াম কিডনি পাথর রোধে কার্যকরী। এর ক্যালসিয়াম হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখে। নিয়মিত খেলে হৃদরোগ ও ক্যানসারের আশঙ্কা কমে।
advertisement
9/12
লাল কলার জলীয় অংশ ও অ্যান্টিঅক্সিড্যান্ট বজায় রাখে ত্বকের স্বাস্থ্য। ডায়েটে লাল কলা থাকলে ত্বক হয় ঝলমলে। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
advertisement
10/12
লাল কলার ভিটামিন বি-৬ উন্নত করে রক্তের গুণমান। বজায় রাখে হিমোগ্লোবিনের যোগান। আরবিসি কাউন্ট অটুট থাকে লাল কলার গুণে।
advertisement
11/12
শীতে নারকেল, তিল তেল বা আমন্ড তেলের সঙ্গে লাল কলা চটকে মিশিয়ে মাখুন স্ক্যাল্পে। এই হেয়ারপ্যাকের গুণে দূর হবে খুশকি। চুল পড়া ও শুষ্ক চুলের সমস্যাও দূর করে।
advertisement
12/12
পাইলস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে লাল কলার খাদ্যগুণ। এর পটাশিয়াম হৃদস্পন্দন, দেহে জলের ভারসাম্য রক্ষা করে স্ট্রেসের সময়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Red Banana vs Yellow Banana: লাল নাকি হলুদ কলা-কিডনির পাথর থেকে পাইলস রোধে কোনটা বেশি উপকারী? জানুন সত্যিটা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল