Rectal Cancer Symptoms: সাধারণ সর্দি-কাশি থেকে মলত্যাগের সময় এই বিশেষ জিনিস দেখলে সাবধান! রেকটাল ক্যানসারের উপসর্গ হতে পারে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Rectal Cancer Symptoms: মলদ্বারের ভিতরের দেওয়ালে কোনও এক স্থানে পলিপ নামক ছোট, ফুসকুড়ির মতো লক্ষণ দেখা যায়।
advertisement
1/6

আপনার যদি ক্যানসার হয় তবে এর অর্থ হল আপনার শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। আর ক্যানসার মারণরোগ, তাই প্রতি নিয়ত এই রোগ নিয়ে আমাদের সচতেন হতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/6
সাধারণত কোলন বা মলদ্বারে কোলোরেক্টাল বা রেকটাল ক্যানসার দেখা যায়। পরিপাকতন্ত্রের শেষ প্রান্তে অবস্থিত এই অংশ কর্কট রোগে শিকার হলে তাকে রেকটাল ক্যানসার হিসেবে চিহ্নিত করে। সমীক্ষা বলছে, ভারতে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ হিসেবে এই মারণ রোগ ষষ্ঠ জায়গায় অবস্থান করে। এটি ঘটে যখন মলদ্বারের কোষগুলি পরিবর্তিত হয় ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা ক্যানসার রোগে পরিণত হয়।
advertisement
3/6
মলদ্বারের ভিতরের দেওয়ালে কোনও এক স্থানে পলিপ নামক ছোট, ফুসকুড়ির মতো লক্ষণ দেখা যায়। এই ছোট ফুসকুড়িই পরবর্তীকালে ম্যালিগন্যান্সিতে পরিণত হয়। কোলোরেক্টাল ক্যানসারের বিকাশের পিছনে কোনও নির্দিষ্ট কারণ না থাকলেও, অস্বাস্থ্যকর জীবনযাপন অন্যতম কারণ।
advertisement
4/6
মলদ্বারের ক্যানসার হওয়ার প্রধান ঝুঁকির কারণগুলি হল ধূমপান, অত্যধিক অ্যালকোহল গ্রহণ করা, ওবেসিটি, ডায়াবেটিস ও অস্বাস্থ্যকর জীবনযাত্রা। অনিয়ন্ত্রিত জীবনধারার মধ্যে অতিবাহিত করলে কর্কট রোগের ঝুঁকি চেপে বসে। দিনের অর্ধেকেরও বেশি সময় ধরে বসে থাকা, নিয়মিত ব্যায়াম না করা, সঙ্গে ক্রমাগত মেদ বেড়ে ওজন বৃদ্ধি হলে কোলোরেক্টাল ক্যানসারের মারাত্মক ঝুঁকি রয়েছে। তাই ওজন নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, সঠিক ডায়েট মেনে চলা, নিয়মিত ব্যায়াম করলে কর্কট রোগ থেকে দূরে থাকতে পারেন।
advertisement
5/6
কোন লক্ষণগুলি দেখলে আপনাকে সাবধান হতে হবে? মলত্যাগ করার সময় হামেশাই যদি উজ্জ্বল লাল রক্ত পড়ে, তাহলে তা রেকটাল ক্যানসারের অন্যতম উপসর্গ। হেমোরয়েডের ফলে রেকটাল রক্তপাতও হতে পারে।
advertisement
6/6
প্রায়ই সর্দি-কাশি-জ্বরে ভুগলেও সাবধান হোন। জ্বর কিন্তু অন্য রোগের জানান দেয়। এছাড়াও পিঠ-কোমরে ব্যথা, পেট ফাঁপা, ডায়েরিয়া, গ্যাসের মতো সমস্যা লেগেই থাকলে ডাক্তার দেখাতেই হবে। ক্যানসার কোষগুলি শরীরের সব শক্তি ব্যবহার করতে সক্ষম। যার ফলে রোগী দ্রুত দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। অনেকসময় অন্য অসুখ নিরাময়ের জন্য ওষুধ খাওয়া হলে ক্লান্তি দেখা যায়। চিকিৎসার কিছু প্রতিকূল প্রভাব থেকেও ক্লান্তি হতে পারে, যেমন অ্যানিমিয়া, বমি বমি ভাব, বমি, অস্বস্তি, অনিদ্রা এবং মেজাজ পরিবর্তন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rectal Cancer Symptoms: সাধারণ সর্দি-কাশি থেকে মলত্যাগের সময় এই বিশেষ জিনিস দেখলে সাবধান! রেকটাল ক্যানসারের উপসর্গ হতে পারে