Lau Ghanta Recipe: অষ্টমীর নিরামিষ পদে বাড়িতে বানান ডালের বড়ি দিয়ে লাউঘণ্ট! রইল চটজলদি রেসিপি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lau Ghanta Recipe: ঝালে-ঝোলে-অম্বলের মুখরোচক নানা পদ সবেতেই সাধের লাউ এর নেই কোন তুলনা। লাউ খেলে যেমন শরীর ঠান্ডা থাকে, তেমনি চুলের জন্যও বেশ ভাল
advertisement
1/6

প্রথমেই একটা বড়ো বা মাঝারি আকৃতির একটা লাউ ভালো করে ধুয়ে ছাড়িয়ে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিতে হবে।
advertisement
2/6
এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা ডালের বড়ি দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই অবশিষ্ঠ তেলেই কাঁচা লঙ্কা, মেথি ফোড়ন দিয়ে দিতে হবে।
advertisement
3/6
এরপর ওই তেলে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া লাউ দিয়ে সামান্য হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য চিনি দিয়ে নেড়ে ভাল করে ভেজে নিতে হবে।
advertisement
4/6
এরপর ভাজা হয়ে গেলে লাউয়ের জল শুকানো অবধি ঢাকা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে।
advertisement
5/6
কষানো হয়ে গেলে ভেজে রাখা বড়ি গুলো দিয়ে দিতে হবে। এরপর ৫-৭ মিনিট মত কড়াইতে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে।
advertisement
6/6
শেষে রান্না হয়ে গেলে সামান্য ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডালের বড়ি দিয়ে লাউঘন্ট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lau Ghanta Recipe: অষ্টমীর নিরামিষ পদে বাড়িতে বানান ডালের বড়ি দিয়ে লাউঘণ্ট! রইল চটজলদি রেসিপি