TRENDING:

Relationship: প্রেমিক বা প্রেমিকা কি আপনাকে পকেটে রাখছেন? জানুন তার কারণ

Last Updated:
Relationship: পোশাকের পাশাপাশি প্রেমেও এসেছে পকেটিং৷ কাকে দেওয়া হয়েছে এই নতুন নাম? আসুন জেনে নিই
advertisement
1/8
প্রেমিক বা প্রেমিকা কি আপনাকে পকেটে রাখছেন? জানুন তার কারণ
নতুন সময়ের পাল্টা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সম্পর্কের সমীকরণগুলিও নিত্যনতুন নাম পাচ্ছে৷ এখন প্রেমের ঘনিষ্ঠতাতেও এসে গিয়েছে ‘পকেটিং’ শব্দ৷ পোশাকের পাশাপাশি প্রেমেও এসেছে পকেটিং৷ কাকে দেওয়া হয়েছে এই নতুন নাম? আসুন জেনে নিই৷
advertisement
2/8
কোনও জুটি ডেটিংয়ের সম্পর্কে আছেন৷ কিন্তু একজনের মনে হল নিছক ডেটিং নয়৷ তিনি আরও গভীরে যাবেন সম্পর্কে৷ তখনই টের পেলেন গোড়ায় গলদ৷ তাঁর সঙ্গী ডেটিংয়ের বেশি সম্পর্কে গুরুত্ব দিতে নারাজ৷ তাই তিনি পারিবারিক গণ্ডিতেও সঙ্গীকে নিয়ে যেতে নারাজ৷ তখন তাঁর সঙ্গীর যে মানসিক অবস্থা, তাকেই বলে পকেটিং৷ অর্থাৎ তাঁকে পকেটে লুকিয়ে রাখছেন সঙ্গী৷
advertisement
3/8
পকেটিং বা গোপনীয়তার জন্য নানা কারণ দায়ী করেছেন মনোবিদরা৷ প্রথমেই উঠে এসেছে কমিটমেন্ট প্রসঙ্গ৷ তাঁরা বলছেন অনেকেই কমিটমেন্টে যেতে অনাগ্রহী হন৷ তাঁরা হাল্কা সম্পর্কে ভেসে থাকতে চান৷ দায়িত্ব এড়াতে গভীরতায় যেতে চান না৷
advertisement
4/8
সঙ্গীর পরিবার পরিজন বা ঘনিষ্ঠ বৃত্তের আতসকাচে অনেকেই নিজেকে ফেলতে চান না৷ তাঁদের মনে হয়, যেন ক্রমাগত তাদের পরীক্ষা করা হচ্ছে৷ সেই লিটমাস টেস্ট তাঁরা এড়িয়ে যেতে চান৷ তাই সঙ্গীকেও গোপন করে রাখেন৷ পরিচিতির আলোকে আনতে চান না৷
advertisement
5/8
অনেকেই একাধিক সঙ্গী বা সঙ্গিনীতে অভ্যস্ত৷ তাই তাঁরা গোপনীয়তার আশ্রয় নেন৷ গোপন করে রাখেন প্রেমিক বা প্রেমিকাকে৷ ফলে উল্টোদিকে তাঁর সঙ্গী বা সঙ্গিনীর মনে হতে থাকে তিনি পকেটিংয়ের শিকার৷
advertisement
6/8
প্রেমের সম্পর্ক নিয়ে অনেকেরই পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের আশঙ্কা থাকে৷ তাঁরা সেই সংঘাত ও দ্বন্দ্ব থেকে দূরে থাকতে চান৷ এড়িয়ে যেতে চান৷ আবার ছাড়তে পারেন না প্রেমকেও৷ ফলে দু’ নৌকায় পা দিতে গিয়ে পকেটিং ছাড়া উপায়ন্তর থাকে না৷
advertisement
7/8
যদি আপনি পকেটিংয়ের শিকার হয়েছেন বলে মনে হয় তাহলে সরাসরি সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কথা বলুন৷ আপনার মনের ভাব তুলে ধরুন৷ তাতে আপনিও বুঝতে পারবেন তিনি কী ভাবছেন সম্পর্ক নিয়ে৷ স্বচ্ছ সংলাপে দূর হয় বহু জটিলতা৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship: প্রেমিক বা প্রেমিকা কি আপনাকে পকেটে রাখছেন? জানুন তার কারণ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল