TRENDING:

Real Cashew vs Fake Cashew: বাজারে ছেয়ে গিয়েছে নকল কাজুবাদাম, আপনি সেগুলোই কিনে খাচ্ছেন না তো? জানুন আসল কাজু চেনার উপায়

Last Updated:
Real Cashew vs Fake Cashew: যে কাজু খাচ্ছেন না আসল কিনা তা আগে যাচাই করে নিতে হবে। আজকাল বাজারে ভেজাল সব খাবারেই দেখা যায়। সেই তালিকায় রয়েছে কাজুও।
advertisement
1/11
বাজারে ভর্তি নকল কাজুবাদাম, আপনি সেগুলোই কিনে খাচ্ছেন? জানুন আসল কাজু চেনার উপায়
কাজুবাদাম অত্যন্ত উপকারী একটি শুকনো ফল। এমনি হোক বা রান্নায় বেটে-ভেঙে দিয়ে, কাজু পড়লে খাবারের স্বাদই বদলে যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/11
কিন্তু মনে রাখতে হবে, বাজালে নকল কাজুবাদাম ভরে গিয়েছে।
advertisement
3/11
কীভাবে চিনবেন আপনি যে কাজু কিনছেন, তা আসল?
advertisement
4/11
কাজুর স্বাদ ও চেহারাতেই লুকিয়ে রয়েছে আসল রহস্য।
advertisement
5/11
আপনার খাদ্যতালিকায় কাজু অবশ্যই যোগ করা উচিত। তবে মুঠো মুঠো কাজু খেলে চলবে না। খেতে হবে ৪ থেকে ৫টি কাজু। তাতেই হবে কামাল।
advertisement
6/11
তবে যে কাজু খাচ্ছেন না আসল কিনা তা আগে যাচাই করে নিতে হবে। আজকাল বাজারে ভেজাল সব খাবারেই দেখা যায়। সেই তালিকায় রয়েছে কাজুও।
advertisement
7/11
এবং কাজুর দাম খুব একটা কম নয়। তা দাম দিয়ে কিনে যদি ঠকতে হয় তাহলে স্বাস্থ্য যাবে, টাকাও খসবে। তাহলে কীভাবে চিনবেন আসল কাজুবাদাম?
advertisement
8/11
আসল কাজুবাদামের রং হাল্কা সাদা বা হাল্কা হলুদ। কখনওই সাদা ধবধবে কাজু হতে পারে না। খুব সাদা বা খুব হলুদ মানেই তা নকল কাজু বলা যায়।
advertisement
9/11
আসল কাজু প্রায় ১ ইঞ্চি লম্বা এবং সামান্য মোটা। নকলগুলি সব একই আকারের হয়।
advertisement
10/11
আসল কাজুর স্বাদ মিষ্টি ও তৈলাক্ত, নকল কাজুর স্বাদ হয় তেতো নয়তো কোনও স্বাদই থাকে না।
advertisement
11/11
আসল কাজুতে সামান্য গন্ধ থাকে, নকল কাজুতে তেলের গন্ধ থাকবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Real Cashew vs Fake Cashew: বাজারে ছেয়ে গিয়েছে নকল কাজুবাদাম, আপনি সেগুলোই কিনে খাচ্ছেন না তো? জানুন আসল কাজু চেনার উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল