TRENDING:

Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণে লক্ষ্মীপুজো...! কখন থেকে নির্জলা উপোস? পুরীর জগন্নাথ মন্দির জারি করল সময়সূচী

Last Updated:
Puri Jagannath Temple On Chandra Grahan 2023: জগন্নাথ মন্দির দ্বারা অনুমোদিত পঞ্জিকা অনুসারে, আংশিক চন্দ্রগ্রহণ ২৯ অক্টোবর সকাল ১.০৪ মিনিট ৫৫ সেকেন্ডে শুরু হবে। ১ ঘণ্টা ১৯ মিনিট এবং ৭ সেকেন্ড ধরে চলতে থাকা এই গ্রহণ শেষ হবে ২.২৪ মিনিট ২ সেকেন্ডে।
advertisement
1/10
চন্দ্রগ্রহণে লক্ষ্মীপুজো! কখন শুরু নির্জলা উপোস? পুরীর জগন্নাথ মন্দিরের সময়সূচী
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: ২৮-২৯ অক্টোবরের মাঝরাতে দৃশ্যমান হবে আংশিক চন্দ্রগ্রহণ। এই বছরের শেষ চন্দ্রগ্রহণ এটি। এই আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গেই পুরীর জগন্নাথ মন্দিরে "পাকা ত্যাগ" অর্থাৎ খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার নিয়ম পালিত হবে। এই সংক্রান্ত সময়সূচী প্রকাশ করেছে জগন্নাথ মন্দির। কোজাগরী লক্ষ্মীপুজোয় নির্জলা উপোস নিয়ে সেবায়েতদের দেওয়া হল বিশেষ পরামর্শ।
advertisement
2/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: মন্দির সূত্রে জানানো হয়েছে লক্ষ্মীপুজোর দিন জগন্নাথধামে 'পাকা ত্যাগ' আচার অনুযায়ী অরন্ধন এবং নির্জলা উপবাস পালন করা হবে। ইতিমধ্যেই এই মর্মে বিস্তারিত নির্দেশিকাও জারি করেছে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
advertisement
3/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: জগন্নাথ মন্দির দ্বারা অনুমোদিত পঞ্জিকা অনুসারে, আংশিক চন্দ্রগ্রহণ ২৯ অক্টোবর সকাল ১.০৪ মিনিট ৫৫ সেকেন্ডে শুরু হবে। ১ ঘণ্টা ১৯ মিনিট এবং ৭ সেকেন্ড ধরে চলতে থাকা এই গ্রহণ শেষ হবে ২.২৪ মিনিট ২ সেকেন্ডে।
advertisement
4/10
মন্দিরের তরফে নির্দেশ দিয়ে জানানো হয়েছে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার অন্তত ৯ ঘণ্টা আগে ২৮ অক্টোবর বিকাল ৪.০৪ মিনিট ৫৫ সেকেন্ড থেকে খাবার ও জল খাওয়া থেকে বিরত থাকা উচিত। ২৯ অক্টোবর সকাল ২.২৪ মিনিট ২ সেকেন্ডে উপবাস শেষ হবে।
advertisement
5/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing:গ্রহণকালে (২৮-২৯ অক্টোবর) সাধারণ মানুষকেও দেব-দেবীর পূজা-সহ পবিত্র কাজগুলো থেকে বিরত থাকতে হবে। ঈশ্বরের আরাধনা থেকেও এই সময় বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
6/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণের কারণে জগন্নাথ মন্দিরের আচার অনুষ্ঠানের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। প্রথা অনুসারে, গ্রহন শুরু হওয়ার সময় থেকেই দেবতা, জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার স্নান এবং বিশেষ প্রসাদ প্রদান সহ বিশেষ আচার অনুষ্ঠান করা হবে।
advertisement
7/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণের জেরে জগন্নাথদেবের মন্দিরের পুজার্চনার নিয়মেও পরিবর্তন করা হয়েছে। রীতি অনুযায়ী, ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার স্নানপর্ব এবং প্রসাদ বিতরণ পর্ব শুরু হবে ঠিক চন্দ্রগ্রহণের প্রাক মুহূর্তে।
advertisement
8/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণের দিনই যেহেতু দেশে কুমার পূর্ণিমা রয়েছে, ফলে রাতে ঠিক কখন থেকে পুজো শুরু হবে তা নিয়ে বিভ্রান্ত মানুষ। ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণের জন্য বিকাল থেকে "পাকা ত্যাগ" শুরু হওয়ার ফলে মেয়েরা কী ভাবে একই দিনে কুমার পূর্ণিমা উদযাপন করবেন এবং এই নিয়ে কোনও বিকল্প প্রক্রিয়া আছে কিনা তা নিয়ে সংশয় ও বিভ্রান্তি দেখা দিয়েছে।
advertisement
9/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণের দিনই যেহেতু দেশে কুমার পূর্ণিমা রয়েছে, ফলে রাতে ঠিক কখন থেকে পুজো শুরু হবে তা নিয়ে বিভ্রান্ত মানুষ। ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণের জন্য বিকাল থেকে "পাকা ত্যাগ" শুরু হওয়ার ফলে মেয়েরা কী ভাবে একই দিনে কুমার পূর্ণিমা উদযাপন করবেন এবং এই নিয়ে কোনও বিকল্প প্রক্রিয়া আছে কিনা তা নিয়ে সংশয় ও বিভ্রান্তি দেখা দিয়েছে।
advertisement
10/10
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে লক্ষ্মীপুজোর দিন। আজ ২৮ অক্টোবর মধ্যরাতে বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ২৮ অক্টোবর রাতে (ইংরেজি মতে ২৯ অক্টোবর ১টা ৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে ২টো ২৪ মিনিটে। গ্রহণ চলবে মোট ১ ঘণ্টা ১৯ মিনিট পর্যন্ত। তবে এবারের চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস নয়। এই চন্দ্রগ্রহণ আংশিক। পরবর্তী চন্দ্রগ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। সেটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণে লক্ষ্মীপুজো...! কখন থেকে নির্জলা উপোস? পুরীর জগন্নাথ মন্দির জারি করল সময়সূচী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল