Weight Loss Tips: খালি পেটে এক গ্লাস...! ৭ দিনেই গলবে মোমের মতো মেদ, এটিই ওজন কমানোর সেরা ব্রহ্মাস্ত্র! গ্যারান্টি!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: প্রতিদিনের ডায়েটে কুমড়োর রস (Pumpkin juice) যোগ করতে পারেন। এতে রয়েছে ডায়েটারি ফাইবার, অনেক ধরনের পুষ্টি, যা মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
advertisement
1/6

পুজোয় প্রচুর খাওয়াদাওয়া হয়েছে প্রায় সকলেরই। ওজনও বড়েছে কমবেশি সবার। বর্তমানে সকলেই ফিট থাকতে চান। কারণ স্থূলতা দেহে অনেক ধরনের রোগেব্যাধিকে নিয়ে আসে।
advertisement
2/6
তাই, প্রতিদিনের ডায়েটে কুমড়োর রস যোগ করতে পারেন। এতে রয়েছে ডায়েটারি ফাইবার, অনেক ধরনের পুষ্টি, যা মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
advertisement
3/6
এছাড়া স্বাস্থ্যের জন্যও অনেক উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কুমড়ার রস পান করলে ওজন কমানো ছাড়া, এই জুস খেলে স্বাস্থ্যের কী কী উপকার হয়-
advertisement
4/6
কুমড়োর রসে পুষ্টিগুণ:এই জুসে রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়ামের মতো অনেক খনিজ এবং ভিটামিন এ, সি, ই এর মতো ভিটামিন।
advertisement
5/6
এছাড়া, কুমড়োর রসে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এছাড়া এটি প্রদাহ কমাতেও কার্যকরী।
advertisement
6/6
ডায়েটিশিয়ান প্রীতি তাঁর ইনস্টাগ্রামে বলেছেন, একটি সবুজ কুমড়ো খোসা ছাড়িয়ে নিন এবং টুকরো টুকরো করে নিয়ে ব্লেন্ড করুন এবং ছেঁকে নিন। এই রস প্রতিদিন খেলে এক সপ্তাহে ১ কেজি ওজন কমানো যাবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Tips: খালি পেটে এক গ্লাস...! ৭ দিনেই গলবে মোমের মতো মেদ, এটিই ওজন কমানোর সেরা ব্রহ্মাস্ত্র! গ্যারান্টি!