Pumpkin in Skin Care: ১ ফালি কুমড়োর কামাল! মুখ হবে নিখুঁত ফুটফুটে দাগহীন! ঝলমল করবে পূর্ণিমার জ্যোৎস্নার মতো!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pumpkin in Skin Care: কুমড়ো খেলে যেমন পাবেন একগাদা শারীরিক উপকারিতা, তেমনই এর জুড়ি নেই রূপচর্চাতেও৷ নামমাত্র খরচে চোখের নিমেষে পাবেন নিখুঁত ত্বক৷
advertisement
1/7

রূপচর্চার জন্য আমাদের চেষ্টার শেষ নেই৷ ঘরোয়া টোটকা থেকে নামী দামি বিউটি হ্যাক৷ কাঁড়ি কাঁড়ি টাকা আমরা খরচ করি৷ কিন্তু জানেন কি সামান্য কুমড়োর গুণে আপনার মুখ হয়ে উঠবে ফুটফুটে, নিদাগ, পূর্ণিমার মতো ঝলমলে৷
advertisement
2/7
কুমড়ো খেলে যেমন পাবেন একগাদা শারীরিক উপকারিতা, তেমনই এর জুড়ি নেই রূপচর্চাতেও৷ নামমাত্র খরচে চোখের নিমেষে পাবেন নিখুঁত ত্বক৷ বলছেন নিউরোলজিস্ট কল্লোল দে৷
advertisement
3/7
সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ কল্লোল দে৷ সেখানে তিনি বলেছেন কুমড়ো সিদ্ধ করে তার পাল্প নিয়ে নিতে৷ একটা পাত্রে নিন ২ চামচ কুমড়ো সিদ্ধ৷
advertisement
4/7
সিদ্ধ কুমড়োর সঙ্গে মেশান ২ চামচ মধু এবং ২ চামচ সিরাম অয়েল৷ এই মিশ্রণ হাল্কা হাতে মাসাজ করুন মুখে৷ ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন৷
advertisement
5/7
এ বার দেখবেন আপনার মুখ ঝলমল করছে৷ খুব তরতাজা লাগবে৷ কুমড়োকে বলা হচ্ছে নিউরো বিউটি হ্যাক৷
advertisement
6/7
কুমড়োতে আছে আলফা হাইড্রোক্সি অ্যাসিড৷ এই অ্যাসিড কাজ করে এক্সফোলিয়েটর হিসেবে৷ ফলে সহজেই মরা কোষ ঝরে গিয়ে আপনি পাবেন ঝকঝকে ত্বক, চাঁদের মতো ঝলমলে মুখ৷
advertisement
7/7
কুমড়ো বিটা ক্যারোটিন যৌগের দৌলতে আপনার ত্বকের ডোপামিন টোন বজায় থাকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pumpkin in Skin Care: ১ ফালি কুমড়োর কামাল! মুখ হবে নিখুঁত ফুটফুটে দাগহীন! ঝলমল করবে পূর্ণিমার জ্যোৎস্নার মতো!