TRENDING:

Prickly Heat Treatment: গরমে ঘামাচি-তে নাজেহাল? ভুলেও নখ লাগাবেন না! এই কাজ করলেই দূর হবে ঝট করে!

Last Updated:
Prickly Heat Treatment: ঘামাচি থেকে বাঁচতে হলে করুন এই সব কাজ! রাতারাতি পালাবে! জানুন চিকিৎসকের মত
advertisement
1/6
গরমে ঘামাচি-তে নাজেহাল? ভুলেও নখ লাগাবেন না! এই কাজ করলেই দূর হবে ঝট করে!
গরমে কম বেশি সকলেরই ঘাম হয়। ঘাম যা প্রচণ্ড গরমেও শরীরকে ঠাণ্ডা রাখে ও শরীরের দূষিত রেচন পদার্থও থাকে।
advertisement
2/6
কিন্তু ঘামের সঙ্গে ধূলিকণা জমে লোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে সেই অংশ দিয়ে ঘাম বের হতে পারে না। ফলে লোমকূপের সেই অংশটি ফুলে ওঠে। এভাবেই বেড়ে ওঠে ঘামাচি।
advertisement
3/6
ঘাম যাতে সহজে শুকিয়ে যায় সেজন্য গ্রীষ্মে হালকা রং ও ঢিলেঢালা পোশাক পরুন, এরফলে ঠিকমত বাতাস প্রবেশ করতে পারে।
advertisement
4/6
দিনে দু'বার স্নান করা অভ্যাস করুন। স্নানের সময় লোপকূপের গোড়া পরিস্কার রাখার চেষ্টা করুন।
advertisement
5/6
গরমে সবসময় ছায়াসঙ্গী হিসাবে জল রাখা চাই। পরিমিত জল পান করতে হবে। আর খাবারের পাতে রাখতে হবে প্রচুর ফল ও শাকসবজি। এতে ঘামাচি এড়ানো সহজ হবে।
advertisement
6/6
চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস জানান, ঘামাচি হলে চুলকাবেন না। অ্যালোভেরার রস, নিম পাতার রস, পাতিলেবুর রস জলে মিশিয়ে পাতলা করে নিয়ে লাগাতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prickly Heat Treatment: গরমে ঘামাচি-তে নাজেহাল? ভুলেও নখ লাগাবেন না! এই কাজ করলেই দূর হবে ঝট করে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল