Health Tips: লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Skin Care: একাধিক রোগকে দূরে পারে একটি মাত্র পাতা। শুনে আশ্চর্য মনে হলেও একটি চেনা পাতার সত্যিই এমন অসাধারণ গুণ রয়েছে, যা শুনলে বিশ্বাস করাই শক্ত।
advertisement
1/8

ত্বকে ব্রণ, গায়ে হচ্ছে ফোঁড়া, হাতে, পায়ে যন্ত্রণা। এমন একাধিক রোগকে দূরে পারে একটি মাত্র পাতা। শুনে আশ্চর্য মনে হলেও একটি চেনা পাতার সত্যিই এমন অসাধারণ গুণ রয়েছে, যা শুনলে বিশ্বাস করাই শক্ত।
advertisement
2/8
গায়ে ঘন ঘন ফোঁড়া বের হচ্ছে! এর পাশাপাশি মুখে ব্রণর সমস্যায় ভুগছেন!মূলত রক্ত দূষণের ফলে এই ধরনের সমস্যা হয়ে থাকে বলে জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার সন্দীপ মাহারা।
advertisement
3/8
আর এইসবের কারণেই সাধারণ মানুষ সমস্যা থেকে রেহাই পেতে ছুটে যান ডাক্তারের কাছে।তবে বাড়িতেই মিলবে এই সমস্যার সমাধান। এর জন্য তেতো জাতীয় খাবার বেশি খেতে হবে।তার জন্য পটলা পাতা জুড়ি মেলা ভার।
advertisement
4/8
হাতে পায়ে মাথায় যন্ত্রণা, গা বমি বমি ভাব অথবা বমি করার ইচ্ছে এই ক্ষেত্রে পটলা পাতা এক কাপ চলে গরম করে মধু মিশিয়ে খেলে সমস্যার সমাধান মিলবে।
advertisement
5/8
তেতো এই পাতার সঙ্গে চিরতা (কবিরাজি দোকানে পাওয়া যায়) মিশিয়ে ঘন ঝোল তৈরি করে সব রকম জ্বরে খাওয়া যেতে পারে।জ্বরের সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে এটি খেলে বেশি উপকার হবে।
advertisement
6/8
যাদের মুখে দুর্গন্ধ থাকে তারা যদি প্রত্যেকদিন সকালবেলায় এই পটলা পাতা চিবিয়ে সেই রস খেয়ে তারপর ভালোভাবে ব্রাশ করে মুখে দু ফোঁটা মধু নেন তাহলে এক সপ্তাহের মধ্যেই সেই গন্ধ গায়েব হয়ে যাবে।
advertisement
7/8
যাদের মুখে দুর্গন্ধ থাকে তারা যদি প্রত্যেকদিন সকালবেলায় এই পটলা পাতা চিবিয়ে সেই রস খেয়ে তারপর ভালভাবে ব্রাশ করে মুখে দু'ফোঁটা মধু নেন তাহলে এক সপ্তাহের মধ্যেই সেই গন্ধ গায়েব হয়ে যাবে।
advertisement
8/8
সামনেই বিয়ের মরশুম আর এই বিয়ের মরশুমের আগেই মুখে ব্রণের সমস্যায় ভুগছেন। এই পাতার ব্যবহারে এক সপ্তাহের মধ্যে মিলবে সমাধান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই