Purulia Trip: ২৫ টাকায় থাকুন অপরূপ রিসর্টে! পুরুলিয়ার এই জায়গায় না গেলে বিরাট মিস! পয়লা বৈশাখে ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Trip: ২৫ টাকার বিনিময় থাকার ব্যবস্থা রয়েছে পুরুলিয়ায়। বছর দুয়েক আগে জয়পুর রাজ পরিবারের এক সদস্য রাজ তাদের নিজেদের একটি জমিতে তৈরি করেছিল এই ক্যাম্প।
advertisement
1/10

*পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে পুরুলিয়া অনেকখানি জায়গা করে নিয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। তাই সারা বছরই লাল মাটির এই জেলাতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*এই জেলায় রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হোটেল, রিসর্ট, হোমস্টে, নেচার ক্যাম্প। আর তারই মধ্যে নয়া সংযোজন পুরুলিয়ার জয়পুরের দেশি ক্যাম্প। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*বছর দুয়েক আগে জয়পুর রাজ পরিবারের এক সদস্য রাজ তাদের নিজেদের একটি জমিতে তৈরি করেছিল এই ক্যাম্প। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*পুরুলিয়ার জয়পুর বাজার লাগোয়া একটি জায়গায় রয়েছে এই দেশি ক্যাম্প। ইতিমধ্যেই এই নেচার ক্যাম্প পর্যটকদের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*পুরুলিয়ার এই নয়া সংযোজনের অন্যতম আকর্ষণ হল এখানে মাত্র ২৫ টাকার বিনিময়ে রাত্রিযাপন করা যায়। হ্যাঁ শুনতে অবাক লাগলেও বাস্তবে এই কাজই করে দেখিয়েছেন রাজ পরিবারের সদস্য দিব্যজ্যোতি সিংদেও। কিন্তু এই সুবিধা সবাই উপভোগ করতে পারেন না। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*এ বিষয়ে দিব্যজ্যোতি সিংদেও বলেন, কর্মসূত্রে অনেকেই আসেন পুরুলিয়াতে। নানা কারণে অনেক সময় তারা ফিরতে পারেন না। সে ক্ষেত্রে বেশি টাকা খরচ করে হোটেলে রাত্রিবাস করতে হয়। সেই সকল মানুষদের জন্য এই ক্যাম্পে মাত্র ২৫ টাকার বিনিময়ে রাত্রিযাপন করার ব্যবস্থা রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*তবে সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। কিন্তু পর্যটক এই সুবিধা পাবেন না। পর্যটকদের জন্য ক্যাম্পে থাকার জন্য যে মূল্য ধার্য করা রয়েছে দিয়েই থাকতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*অনেকেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর এই ধরনের নেচার ক্যাম্পে থেকেছেন। সমতলে এইরকম নেচার ক্যাম্প নেই বললেই চলে। এখানে খাবারেরও ভ্যারাইটি রয়েছে। পর্যটকদের সাড়াও যথেষ্ট ভাল রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*ভ্রমনপিপাসু মানুষদের মধ্যে পুরুলিয়ার প্রতি আবেগ থাকে একেবারেই অন্যরকম। হাজারওকর্মব্যস্ততা ও যান্ত্রিক জীবনের থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে লালমাটির এই জেলাতে ছুটে আসেন তারা। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*এই পর্যটনের নয়া সংযোজন জয়পুরের দেশি ক্যাম্প। যা রীতিমতো মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Purulia Trip: ২৫ টাকায় থাকুন অপরূপ রিসর্টে! পুরুলিয়ার এই জায়গায় না গেলে বিরাট মিস! পয়লা বৈশাখে ঘুরে আসুন