TRENDING:

নিউটাউনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, প্রকৃতি ও মানব সমাজকে এক সুতোয় বাঁধাই লক্ষ্য

Last Updated:
Plantation Drive For Environmental And Community Benefits: শনিবার বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, ফুডকা-এর প্রতিষ্ঠাতা, বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও লেখক ইন্দ্রজিৎ লাহিড়ী, প্রযোজক ও পরিচালক সত্রাজিৎ সেন-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
advertisement
1/7
নিউটাউনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, প্রকৃতি ও মানব সমাজকে এক সুতোয় বাঁধাই লক্ষ্য
রিয়েল এস্টেটের জগতে সিদ্ধা গ্রুপ (Siddha Group) পরিচিত নাম। পরিবেশ রক্ষায় গত কয়েক বছর ধরে ধুমধাম করে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছে তারা। চলতি বছর Siddha Galaxia-এ শুরু হয়েছে সিদ্ধা গ্রুপের দ্বিতীয় পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি। মহা আড়ম্বরে পালিত হচ্ছে প্রকৃতি সংরক্ষণ দিবস।
advertisement
2/7
শনিবার বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, ফুডকা-এর প্রতিষ্ঠাতা, বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও লেখক ইন্দ্রজিৎ লাহিড়ী, প্রযোজক ও পরিচালক সত্রাজিৎ সেন-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। একই সঙ্গে অনুষ্ঠানে সিদ্ধ গ্যালাক্সিয়ার বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এই সম্মিলিত প্রচেষ্টা সবুজ ও প্রাণবন্ত ভবিষ্যৎ তৈরির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন তাঁরা।
advertisement
3/7
নিউটাউনে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, পরিবেশগত অবক্ষয় হ্রাস এবং জীববৈচিত্র সংরক্ষণে অবদান রাখতে চায় সিদ্ধা গ্রুপ। সেই লক্ষ্যেই ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার চারা গাছ রোপনের উদ্যোগ নিয়েছে তারা। অতিথি এবং এখানকার বাসিন্দারা ২০০ চারা রোপণ করে কর্মসূচি শুরু করেন।
advertisement
4/7
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে সিদ্ধা গ্রুপের ডিরেক্টর আয়ুষ্মান জৈন বললেন, ‘‘ভবিষ্যৎ প্রজন্মকে বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ দিতে চাই আমরা। সেই জন্যই ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার চারা গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমাদের বৃক্ষরোপণ অভিযানের দ্বিতীয় পর্যায়। বাসিন্দাদের উৎসাহ, সমর্থন এবং সহযোগিতাতেই কর্মসূচি এগিয়ে চলেছে। সবুজ পরিবেশের প্রতি এটাই আমাদের অঙ্গীকার।’’
advertisement
5/7
সংস্থার মার্কেটিং হেড পিঙ্কল নন্দী জানান, ‘‘ ২০৩০-এর মধ্যে ৫০ হাজারেরও বেশি গাছ লাগানোর টার্গেট আমাদের রয়েছে ৷ তবে এটা শুধু কলকাতায় নয়, দেশের বিভিন্ন শহরেই এই কাজ করার ইচ্ছা আমাদের রয়েছে ৷ বৃক্ষরোপণের কাজ আমরা অনেক বছর ধরেই করে আসছি ৷ গত বছর নিউটাউন থেকেই আবার শুরু হয়েছে এই কাজ ৷ পরিবেশের কথা মাথায় রেখেই আমাদের এই কাজ শুরু ৷ আশা করি নিজেদের লক্ষ্যে সফল হব আমরা ৷ ’’
advertisement
6/7
প্রকৃতি এবং মানব সমাজকে একসুতোয় বেঁধে রাখে গাছ। তাই বৃক্ষরোপণ অভিযান সিদ্ধা গ্রুপের প্রাথমিক কর্মসূচির অংশ হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরেই একটানা এবং সফলভাবে এই কর্মসূচির আয়োজন করে চলেছে তারা। ইতিমধ্যেই ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ৫০ হাজার গাছ রোপণের রেকর্ড রয়েছে সিদ্ধা গ্রুপের ঝুলিতে।
advertisement
7/7
এই কাজে এগিয়ে এসেছে সংস্থার স্টেকহোল্ডাররাও। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং প্রকৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে বিশ্বব্যাপী উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখাই সিদ্ধা গ্রুপের লক্ষ্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নিউটাউনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, প্রকৃতি ও মানব সমাজকে এক সুতোয় বাঁধাই লক্ষ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল