TRENDING:

Monsoon in Goa: বর্ষায় বদলে যায় গোয়ার চেহারা! উপভোগ করুন দুধসাগরের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা

Last Updated:
Monsoon in Goa: দুধসাগরের উপরে ব্রিজ, তার উপর দিয়ে চলছে ট্রেন। বর্ষাকালে রুদ্ররূপ নেয় এই জলপ্রপাত। এ দৃশ্য যদি আপনি একবারও উপভোগ না করেন, তবে আপনার গোয়া ভ্রমণই বৃথা।
advertisement
1/6
বর্ষায় বদলে যায় গোয়ার চেহারা! উপভোগ করুন দুধসাগরের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা
সুন্দরী গোয়া। তারসঙ্গে যদি একটু বৃষ্টির জলের ফোঁটা জমে কাঁচে তবে আপনার ট্রিপ রোম্যান্টিক হয়ে উঠতে বাধ্য। দেশ-বিদেশ থেকে পর্যটকেরা এইসময় আসেন কটা দিন থেকে নিজেদের মনটা ফুরফুরে করতে। দুধসাগরের উপরে ব্রিজ, তার উপর দিয়ে চলছে ট্রেন। বর্ষাকালে রুদ্ররূপ নেয় এই জলপ্রপাত। এ দৃশ্য যদি আপনি একবারও উপভোগ না করেন, তবে আপনার গোয়া ভ্রমণই বৃথা। জেনে নিন বর্ষাকালে গোয়া গেলে কোথায় কোথায় যাবেন অবশ্যই...
advertisement
2/6
১) আগুয়াদা সৈকত ও ফোর্ট আগুয়াদা: ক্যান্ডোলিম সৈকতের কাছেই ফোর্ট আগুয়াদা। সপ্তদশ শতকে এই দুর্গটি পর্তুগিজরা তৈরি করেছিলেন। রয়েছে লাইটহাউস। কাছেই আগুয়াদা সৈকত। নর্থ গোয়ার এই সৈকতে পর্যটকরা খুব একটা আসেন না। তাই এখানে নিরিবিলিতে ঘুরে আসুন এই বর্ষায়।
advertisement
3/6
২) ফনটেনহাস, পানজিম: গোয়ার রাজধানী পানজিমে রয়েছে ফনটেনহাস। এটি গোয়ার প্রাচীনতম লাতিন অঞ্চল। আল্টিনো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরে পর্তুগিজ স্থাপত্যের নিদর্শন ছড়়িয়ে ছিটিয়ে রয়েছে। লাল টালির ছাদ, সুন্দর ব্যালকনি রয়েছে সব বাড়িতেই। দেওয়ালে আঁকা। এখানেই রয়েছে আঠারো শতকের সেন্ট সেবাস্টিয়ান চ্যাপেল। হেঁটে ঘুরে দেখুন ফনটেনহাস।
advertisement
4/6
৩) ব্যাসিলিকা অব বম জেসাস: দেশের প্রাচীন চার্চগুলোর মধ্যে অন্যতম ব্যাসিলিকা অব বম জেসাস। এখানেই রক্ষিত হয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের শবদেহ। ১২ বছর অন্তর খোলে এই চার্চটি।
advertisement
5/6
৪) বাগা সৈকত: যারা পার্টি করতে ভালোবাসেন তাঁদের জন্য বাগা সৈকত। উত্তর গোয়ার রয়েছে এটি। প্যারাসেলিং, ব্যানানা বোট রাইডিং ইত্যাদি ওয়াটার রাইড করতে পারেন আপনি।
advertisement
6/6
৫) আনজুনা সৈকত: বাগা থেকে কাছেই রয়েছে আনজুনা সৈকত। গোয়ার হিপি সংস্কৃতি সম্পর্কে জানতে হলে এখানে আসতে হবে আপনাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon in Goa: বর্ষায় বদলে যায় গোয়ার চেহারা! উপভোগ করুন দুধসাগরের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল