Story behind beautiful photos: দারুণ ছবি, যৌনতায় মাখামাখি, কিন্তু পিছনের গল্প কী? দেখে নিন
- Published by:Pooja Basu
Last Updated:
বিখ্যাত ফটোগ্রাফার জিও লিওন অসাধারণ সুন্দর ছবি তোলার জন্য পরিচিত। তাঁর ছবি মানুষের নজর কেড়েছে। কিন্তু ফটোগ্রাফার এবং ইনস্টাগ্রাম সেলিব্রেটি জিও লিওন দেখিয়েছেন যে এই সুন্দর ছবির আসল গল্প কী থাকে৷
advertisement
1/10

চেরি ফলের সাথে এই সুন্দরীর ছবি দেখে, কত মানুষ, কত কী না ভেবেছেন৷ তবে বাস্তব ছবিটা একেবারে অন্যরকম৷ যা দেখে সব স্বপ্ন-কল্পনা উড়ে যাবে এক মুহূর্তে! এই ছবি তোলার সময় মেয়েটি একলা তো ছিলেনই না৷ বরং তার সঙ্গে ছিলেন প্রচুর মানুষ৷ আলাদা করে আলোর ব্যবহারও হয়৷ তারপরই পারফেক্ট ছবি ক্লিক করা হয়৷ ছবি দেখে কে বলতে পারবেন, যে ছবির পিছনে রয়েছে এত গল্প!
advertisement
2/10
এই ছবিটি দেখে কেউ কি ভাবতে পারেন, কীভাবে এই ছবিটি তোলা হয়েছে? এভাবে মাটিতে শুয়ে ছবি তুলেছে মেয়েটি। ছবি দেখে যা ভাবাও কঠিন!
advertisement
3/10
লাল পোশাক আর সঙ্গে একরাশ অনুভূতি! এই হল ছবির ফ্রেম৷ তবে ছবি তুলতে গেলে সামনে আর যা যা থাকে, সেগুলি দেখতে পেলে আপনার কী আর সেই অনুভূতি হবে?
advertisement
4/10
কমলা রং-এর পোশাকের সঙ্গে রাস্তার কমলা রং মিশে একাকার! ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দরী যুবতী৷ এই ছবি যৌনতায় মাখামাখি! কিন্তু বাস্তটা দেখুন৷ এক নিমেষেই সব ভাললাগা যেন উবে যাবে!
advertisement
5/10
কলা হাতে যুবতী! আহা দেখে অনেক পুরুষের মনেই অনেক ভাবের উদ্রেক হবে৷ তবে পুরোটা দেখে খানিকটা মজাই লাগবে৷ একেবারে সাধারণ বাজার করার মতোই ছবি৷ যা প্রতিদিনই ঘটছে আমাদের জীবনে৷
advertisement
6/10
লাল ঝাঁকড়া চুল, মুখের কাছে নানা রঙ পড়ে৷ ছবিটি দেখতে বেশ অন্যরকম৷ তবে যেভাবে ছবিটি তোলা হচ্ছে, দেখতে বেশ মজাই লাগবে৷
advertisement
7/10
কখনও কী ভেবেছেন এই সুন্দর পিছনে এমন কাহিনি রয়েছে৷
advertisement
8/10
সুন্দর ছবি তোলার জন্য কত কী প্রয়োজন৷
advertisement
9/10
এটাতেও দেখুন কত সরঞ্জাম লাগে সুন্দর ছবি ওঠাতে৷ সাধে কী বলা হয় কষ্ট না করলে কেষ্ট মেলে না৷
advertisement
10/10
লাল গাড়ি, লাল চুলের নারী! গাড়িতে বসে রয়েছেন তিনি৷ একেবারে আনমনে৷ তবে পুরোটাই অভিনয়, ক্যামেরার সামনে৷ রাস্তার ধারে দাঁড়ানো গাড়ির মধ্যে বসে রয়েছে মেয়েটি৷ তারই ছবি উঠে একের পর এক৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Story behind beautiful photos: দারুণ ছবি, যৌনতায় মাখামাখি, কিন্তু পিছনের গল্প কী? দেখে নিন