TRENDING:

Pet Care Tips: কুকুর পুষবেন ভাবছেন? এই বিষয়গুলো জানা না থাকলে বড় সমস্যায় পড়বেন

Last Updated:
Pet Care Tips: কুকুর পুষলেই হল না, জানতে হবে এই বিষয়গুলো, মনে রাখতে হবে সে কিন্তু আপনার বাড়ির একজন সদস্য! জেনে নিন কিছু বিষয়
advertisement
1/6
কুকুর পুষবেন ভাবছেন? এই বিষয়গুলো জানা না থাকলে বড় সমস্যায় পড়বেন
পোষ্য প্রাণীর মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছুটা সময় দরকার হয়। তবে ঘরে খুব সাধারণ কিছু পরিবর্তন এনেই পোষা কুকুরের জন্য তৈরি করতে পারেন স্বস্তির পরিবেশ। প্রতিটি কুকুর আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করলেও সাধারণ কিছু বিষয় সব কুকুরের জন্য একইরকম। সেই বিষয়গুলোই জেনে নিন
advertisement
2/6
ঘরে একটি পোষা কুকুর মানে পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়া। ঘরজুড়ে তার ছোটাছুটি, খেলা করা কিংবা সঙ্গ দেওয়া সবই বেশ উপভোগ্য হয়ে ওঠে। আবার পোষা প্রাণী মানেই যে শুধু সঙ্গ দেয় তা কিন্তু নয়, এক সময় সে হয়ে ওঠে আমাদের প্রিয় বন্ধু।
advertisement
3/6
ঘরে নিয়ে আসার পর প্রথম দিকে কুকুরছানা নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে পারে। এতে ভয়ের কিছু নেই। তার ভয় কাটানোর জন্য চারপাশের পরিবেশ সম্পর্কে কিছুটা ধারণা দেয়া যায়। যেমন- বাড়ির চারপাশ‌ তাকে ভাল করে ঘুরিয়ে নিতে হবে। বা মলত্যাগ করানো হবে, কোথায় তাকে হাঁটতে নিয়ে যাবেন সেই জায়গাগুলো কিছুটা চিনিয়ে নিন। এতে করে কুকুরছানার তার নতুন আবাস এবং পরিবারের সদস্যদের চিনতে শুরু করবে।
advertisement
4/6
ঘরে নিয়ে আসার পর কুকুর যদি খেতে না চায়, তাহলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি খুবই স্বাভাবিক বিষয়। আগের পরিবেশে সে কীভাবে খেতো চেষ্টা করুন সেটা জানার। এতে খাওয়ানো কিছুটা সহজ হবে। যদি জানা না যায়, তাহলে নতুন অভ্যাসের সাথে তাকে অ্যাডজাস্ট করে তুলুন। দিনে নির্দিষ্ট সময়ে খেতে দিন। আজকে এক সময়, কালকে অন্য সময় এমন যেন না হয়। প্রথম দিন থেকেই তাকে বুঝতে দিন সব সময় এই নির্দিষ্ট সময়েই খাবার খেতে হবে।
advertisement
5/6
নতুন বাড়িতে আসার পর কুকুরছানাটি ক্লান্ত থাকবে, সেটাই স্বাভাবিক। ক্লান্তি দূর করতে কুকুরটির খুব ভাল ভাবে ঘুমের পরিবেশ নিশ্চিত করতে হবে।নতুন কুকুরছানাটিকে প্রথম থেকেই ধীরে ধীরে তার রুটিনে অভ্যস্ত করে নিন। প্রতিদিন সকালে হাঁটতে নিয়ে যাওয়া, দিনে কতবার খেতে দেওয়া হবে এর সবটাই তৃতীয় দিন থেকে শুরু করতে পারেন।
advertisement
6/6
কুকুরকে ঠিক কীভাবে, কখন খাওয়ানো দরকার, কীভাবে স্নান করানো হবে কিংবা কীভাবে মল ত্যাগ করানো যায়, এসব ক্ষেত্রে অভিজ্ঞ কারও সাহায্য দরকার হতে পারে। দ্বিধা না করে কথা বলুন। এতে অল্প সময়ে কুকুরছানার যত্ন সম্পর্কে আপনারও জানা হবে।যেহেতু ওরা মুখে বলে বোঝাতে পারে না, তাই ওদের আচরণে সব কিছু বুঝে নিতে হবে আপনাকেই। আর তাকে নিজেদের একজন হিসেবে মানিয়ে নেওয়ার পুরো দায়িত্বও পালন করতে হবে। পরিবারের নতুন অতিথিকে নিয়ে আনন্দে কাটুক আপনার সময়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pet Care Tips: কুকুর পুষবেন ভাবছেন? এই বিষয়গুলো জানা না থাকলে বড় সমস্যায় পড়বেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল